আদালত অবমাননার মামলায় প্রশান্ত ভূষণের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

গত ১৪ ই আগস্ট, প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্টের আদালত ও সুপ্রিম কোর্টের বিচারকদের সম্পর্কে বিতর্কিত টুইট করে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বিচারপতি অরুণ মিশ্র, বিআর গাভাই এবং কৃষ্ণ মুরারির একটি বেঞ্চ জানায় যে ২০ শে আগস্ট এই সাজা নিয়ে পর্যালোচনা হবে।

Updated By: Aug 20, 2020, 02:56 PM IST
আদালত অবমাননার মামলায় প্রশান্ত ভূষণের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অবমাননার মামলায় আইনজীবী প্রশান্ত ভূষণের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানায়, দোষী সব্যস্ত করা হলেও রায় প্রদান না হওয়া পর্যন্ত মামলার নিষ্পত্তি হয় না। তাই পুনর্বিবেচনার আর্জি তার আগে কার্যকরী করা হয় না। 

বুধবার প্রশান্ত ভূষণ পুনর্বিবেচনার আর্জি পেশ করেন। তিনি বলেন, মানুষের সিদ্ধান্ত সর্বদা অবিচল থাকে না। সুষ্ঠ বিচারের সব প্রচেষ্টা সত্ত্বেও ভুল হতেই পারে। ফৌজদারি অবমাননার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্টের মতো কাজ করতে পারে এবং এর বাইরে কোনও বিকল্পও হয় না।

ভূষণ যুক্তি দিয়েছিলেন যে হাইকোর্টের ক্ষেত্রে আরও পুনর্বিবেচনার আবেদনের সুযোগ থাকে। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরে আর বিকল্প নেই। সুতরাং, যাতে ন্যায়বিচার হয় সেদিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। তিনি বলেন, তিনি বলেন, "রায় প্রদানের পর আইনমাফিক ৩০ দিনের মধ্যে পুনর্বিবেচনার আর্জি করা যায়।"

সেই আর্জির পরিপ্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত জানায়, এখনও এই মামলার রায় প্রদান হয়নি। তাই মামলার নিষ্পত্তির আগেই তার পুনর্বিবেচনা করা অসম্ভব। 

গত ১৪ ই আগস্ট, প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্টের আদালত ও সুপ্রিম কোর্টের বিচারকদের সম্পর্কে বিতর্কিত টুইট করে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বিচারপতি অরুণ মিশ্র, বিআর গাভাই এবং কৃষ্ণ মুরারির একটি বেঞ্চ জানায় যে ২০ শে আগস্ট এই সাজা নিয়ে পর্যালোচনা হবে।

যদিও একাধিক টুইটের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছেন প্রশান্ত। তিনি জানিয়েছেন যে বিচারব্যবস্থার উন্নতির স্বার্থে প্রচেষ্টা হিসাবেই তাঁর টুইটগুলি দেখা উচিত্।

আরও পড়ুন : 'জাতীয় নিয়োগ সংস্থা' আনছে সরকার, এক পরীক্ষায়ই ব্যাঙ্ক, রেল, স্টাফ সিলেকশন?

.