'মৌন' মোদী কটাক্ষে মনমোহন সিংকে পাল্টা রবিশঙ্করের
কাঠুয়াকাণ্ডে নরেন্দ্র মোদীর সমালোচনায় মনমোহন সিং।
নিজস্ব প্রতিবেদন: কাঠুয়া ও উন্নাও ধর্ষণকাণ্ডে নরেন্দ্র মোদীর অবস্থানকে প্রশ্ন তুলে খোঁচা দিয়েছেন মনমোহন সিং। মোদীকে বাঁচাতে আসরে নামলেন বিজেপির মুখপাত্র রবিশঙ্করপ্রসাদ। তাঁর কথায়, ''প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ব্যবস্থা নেওয়া হয়। নিজের দিনের সঙ্গে মোদীর তুলনা করবেন না।''
ইউপিএ জমানায় তত্কালীন প্রধানমন্ত্রীকে 'মৌন মনমোহন' বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদী। এদিন একটি সংবাদপত্রে সাক্ষাত্কারে মনমোহন সিং বলেন, ''সংবাদমাধ্যমে দেখতাম, আমার নীরবতা নিয়ে সমালোচনা করছেন উনি। আমাকে দেওয়া পরামর্শ এখন নিজে কেন মেনে চলছেন না।''
মনমোহনের এই মন্তব্যকে বিঁধে রবিশঙ্করের প্রসাদের খোঁচা, ''ধর্ষণের ঘটনাকে লজ্জাজনক ও অমানবিক আখ্যা দিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের সময়ের সঙ্গে মোদী জমানার তুলনা করবেন না। প্রধানমন্ত্রীর কথা সবাই শোনেন এবং ব্যবস্থাও নেওয়া হয়।''
PM spoke strongly on rape incidents terming them shameful & inhuman. Dr.Manmohan Singh unlike your observation,when PM Modi says something it's heard & action is taken.Please Dr.Manmohan Singh don't compare your days with that of Modi Ji's: RS Prasad on Singh's statement about PM pic.twitter.com/SyOATJr4hX
— ANI (@ANI) 18 April 2018
আরও পড়ুন- ইংল্যান্ড সফরেও ভোট-রাজনীতি প্রধানমন্ত্রীর