সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের ডিএ বাড়তে চলেছে ১৩৯ শতাংশ

Updated By: Nov 5, 2017, 07:05 PM IST
সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের ডিএ বাড়তে চলেছে ১৩৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদন : ডিএ বাড়তে চলেছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের। ১৩৯ শতাংশ ডিএ বাড়তে চলেছে বিচারপতিদের। ২০১৭-র ১ জুলাই থেকে লাগু হবে বর্ধিত ডিএ। তবে বিচারকদের বেতনবৃদ্ধির প্রস্তাবটি এখনও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাসিক বেতন ২ লাখ ৮০ হাজার টাকা ও হাইকোর্টের বিচারপতিদের বেতন আড়াই লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বিচারপতিদের কমিটি। মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিলেই বর্ধিত বেতন লাগু হবে বিচারপতিদের। বর্তমানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি মাসে হাতে পান দেড় লাখ টাকা। তার সঙ্গে যোগ হয় ভাতা। এদিকে সপ্তম পে কমিশন গঠনের পর একজন মুখ্যসচিবের বেতন বেড়ে হয়েছে আড়াই লক্ষ টাকা৷

প্রসঙ্গত গত সপ্তাহেই  শীর্ষ আদালতের কর্মচারী ও অফিসারদের কাপড় ধোওয়ার ভাতা সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতিদের বেতনবৃদ্ধি নিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল  পি এস নরসিংহকে প্রশ্ন করে বিচারপতি জে চেলমেশ্বর ও বিচারপতি আব্দুল নাজিরের বেঞ্চ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম কমিশনের সুপারিশ মোতাবেক বিচারপতিদেরও বেতনবৃদ্ধি আবশ্যিক বলে জানায় বেঞ্চ।

আরও পড়ুন, ভারতের ডাক টিকিটে স্থান পেল হায়দরাবাদী বিরিয়ানি থেকে তিরুপতির লাড্ডু

.