৫ দিন বাড়ল সময়সীমা, ৩০ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে সার্ভিস ট্যাক্স রিটার্ন

বাড়ল সার্ভিস ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা। কেন্দ্র জানিয়েছে, পাঁচ দিন বাড়ছে সময়সীমা। ৩০ এপ্রিল পর্যন্ত সার্ভিস ট্যাক্স রিটার্ন জমা করা যাবে।  আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে CBEC বা সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কয়েক লাখ সার্ভিস প্রদানকারী।

Updated By: Apr 27, 2017, 06:20 PM IST
৫ দিন বাড়ল সময়সীমা, ৩০ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে সার্ভিস ট্যাক্স রিটার্ন

ওয়েব ডেস্ক : বাড়ল সার্ভিস ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা। কেন্দ্র জানিয়েছে, পাঁচ দিন বাড়ছে সময়সীমা। ৩০ এপ্রিল পর্যন্ত সার্ভিস ট্যাক্স রিটার্ন জমা করা যাবে।  আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে CBEC বা সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কয়েক লাখ সার্ভিস প্রদানকারী।

প্রত্যেক নথিভুক্ত সার্ভিস প্রদানকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিতে হয়। কর না দিলে, ধার্য করা হয় জরিমানা। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ষান্মাসিকের জন্য এই সময়সীমা হল ২৫ অক্টোবর। এরপর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বিতীয় ষান্মাসিকের জন্য এই সময়সীমা হল ২৫ এপ্রিল। সেই সময়সীমাই আরও ৫দিন বাড়ানো হল।

আরও পড়ুন, ফেসবুকে পোস্ট লেখার পাঠ এবার পাঠক্রমে

.