এবার আরও কমে গেল মুম্বই থেকে দিল্লি ট্রেন যাত্রার সময়

Updated By: Aug 8, 2017, 01:31 PM IST
এবার আরও কমে গেল মুম্বই থেকে দিল্লি ট্রেন যাত্রার সময়

ওয়েব ডেস্ক: এবার দিল্লি থেকে মুম্বই যাত্রা আরও তাড়াতাড়ি। তাও আবার ট্রেনে। খুব তাড়াতাড়ি ট্রেনে মাত্র ১৩ ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন দিল্লি থেকে মুম্বই । তারই প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় রেলওয়ে। কমে যাচ্ছে অনেকটা সময়।

বর্তমানে দিল্লি থেকে মুম্বই যেতে রাজধানী এক্সপ্রেস সময় নেয় ১৬ ঘণ্টা। নতুন প্রজেক্টে কমে যাচ্ছে ৩ ঘণ্টা সময়। অর্থাত্‌ ওভারনাইট যাত্র‍া করলেই আপনি পৌঁছে যাবেন দিল্লি থেকে মুম্বই। এই প্রজেক্টে একটা সিঙ্গল ইঞ্জিন টেনে নিয়ে যেতে পারবেন ১৪ কোচের ট্রেনটিকে।

বর্তমানে স্পীড রেস্ট্রিকশন, সিগনালিং সিস্টেম এবং ট্র্যাক কন্ডিশন প্রভৃতি পরীক্ষা চলছে। নতুন এই ট্রেন ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। একটি সফট ট্রায়ালে এটি পরীক্ষা করে দেখা হবে।

প্রসঙ্গত, সম্ভাবত, এই একই জিনিস দিল্লি-হাওড়ার ক্ষেত্রেও করা হতে পারে।

১১ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার, আপনারটা চালু আছে তো? দেখে নিন

খোঁজ মিলছে না রাহুল গান্ধীর!

.