SSC, Suprem Court: এসএসসি গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে

এসএসসি-র  গ্রুপ ডি-কে  ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারারা।

Updated By: Mar 3, 2023, 04:17 PM IST
SSC, Suprem Court: এসএসসি গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে

জ্যোতির্ময় কর্মকার: এসএসসি-র গ্রুপ ডি পদে চাকরি বাতিলের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সঙ্গে চাকরি বাতিলের জেরে শূন্যপদে কাউন্সেলিং-র উপর স্থগিতাদেশ। মামলায় সিবিআইকে যুক্ত করতে বলল শীর্ষ আদালত।

ঘটনাটি ঠিক কী? গ্রুপ ডি পদে নিয়োগে  বেনিয়ম হয়েছিল! হাইকোর্টে এসএসসির স্বীকারোক্তির পর ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ৩ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরত। পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারা। মামলাকারীদের প্রশ্ন ছিল, 'বিদ্যালয়ে শ্রম দিয়েছেন। তাহলে কেন বেতন ফেরত দেবেন'? সেই যুক্তিকে মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ। কীভাবে? বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: Meghalaya Assembly Election 2023: মেঘালয়ের মসনদে ফের সাংমা, সমর্থনের হাত বাড়ালো বিজেপি

তাহলে কেন সুপ্রিম কোর্টে মামলা? এসএসসি-র গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর একতরফা নির্দেশ আটকাতে প্রথমে ক্যাভিয়েট দাখিল, তারপর মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি সঞ্জয় করণের ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন  মুকুল রোহতগি। 

এদিকে আপার প্রাইমারি মেধাতালিকাতেও এবার গরমিল ধরা পড়ল! ওই তালিকার ভিত্তিতেই নিয়োগ হওয়ার কথা ছিল।চলতি সপ্তাহেই আদালতে হলফনামা দেবে স্কুল সার্ভিস কমিশন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.