ধর্ষিতা-ধর্ষকের বিয়ে নয়, রায় সুপ্রিম কোর্টের

মাত্র ১ সপ্তাহ আগে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে ধর্ষকের জামিন মঞ্জুর করেছিল মাদ্রাজ হাইকোর্ট। এক সপ্তাহ পর এই ধরণের মধ্যস্থতা বেআইনি ঘোষণা করল শীর্ষ আদালত।

Updated By: Jul 1, 2015, 10:15 PM IST
ধর্ষিতা-ধর্ষকের বিয়ে নয়, রায় সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: মাত্র ১ সপ্তাহ আগে ধর্ষিতাকে বিয়ে করার শর্তে ধর্ষকের জামিন মঞ্জুর করেছিল মাদ্রাজ হাইকোর্ট। এক সপ্তাহ পর এই ধরণের মধ্যস্থতা বেআইনি ঘোষণা করল শীর্ষ আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ রায় দেয় ধর্ষিতাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া অসম্মানজনক ও বেআইনি। মধ্য প্রদেশ হাইকোর্টে এই শর্তে এক ধর্ষকের জামিনের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল মধ্য প্রদেশ সরকার। সেই আবেদনেই মিলল এই ঐতিহাসিক রায়।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, এটা পরিষ্কার ভাবে জানানো হচ্ছে যে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার ঘটনার ক্ষেত্রে ধর্ষিতার সঙ্গে ধর্ষকের কোনওরকম মধ্যস্থতার কথা ভাবাই উচিত্ নয়। ধর্ষণ অপরাধ। যেকোনও আদালতের এই ধরণের রায় দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মাধবী দিওয়ান বলেন, এই ধরণের রায় একজন মহিলার পক্ষে অত্যন্ত অসম্মানজনক।
 

 

.