মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার সুইস মহিলা

এবার গণধর্ষণের শিকার হলেন এক বিদেশিনী পর্যটক। মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় সুইজারল্যান্ডের বাসিন্দা ওই মহিলার উপর পৈশাচিক নির্যাতন চালায় চার দুষ্কৃতী। নির্যাতিতা মহিলার স্বামীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Updated By: Mar 16, 2013, 12:20 PM IST

এবার গণধর্ষণের শিকার হলেন এক বিদেশিনী পর্যটক। মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় সুইজারল্যান্ডের বাসিন্দা ওই মহিলার উপর পৈশাচিক নির্যাতন চালায় চার দুষ্কৃতী। নির্যাতিতা মহিলার স্বামীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। শনিবার এই ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিস।
 পর্যটনের উদ্দেশে এদেশে আসা ওই সুইস দম্পতি বাইসাইকেলে মোট ২৫০ কিলোমিটার অতিক্রম করে আগ্রা পৌঁছাতে চেয়ে ছিলেন। সেই লক্ষ্যেই দাতিয়ার কাছেই একটি গ্রামে গতকাল রাতে আশ্রয় নেন। নির্যাতিতা মহিলার স্বামীর বয়ান অনুযায়ী কাল রাত ৯টা ৩০ নাগাদ আটজন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। তাদের মধ্যে চারজন মহিলার স্বামীকে মারধর করে লুঠপাট চালায়। পুলিস সুত্রে জানা গেছে লুঠপাটের পাশাপাশি মহিলার স্বামীর সামনেই তাঁকে ধর্ষণ করে বাকি চারজন।
নির্যাতিতা মহিলাকে গোয়ালিওরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।
ওই মহিলার স্বামীর বয়ানের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে দাতিয়া পুলিস।

.