কাশ্মীরে RSS নেতার উপর জঙ্গিহানা, নিহত এক পুলিসকর্মী

কিস্তওয়ারের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী চন্দ্রকান্ত শর্মা। মঙ্গলবারও তিনি সেই কাজে ওই হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের ভিতরেই তাঁর উপর জঙ্গিরা হামলা চালায়।

Updated By: Apr 9, 2019, 02:06 PM IST
কাশ্মীরে RSS নেতার উপর জঙ্গিহানা, নিহত এক পুলিসকর্মী

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিহানা। এবার জঙ্গিদের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক নেতা। তাঁর নাম চন্দ্রকান্ত। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই RSS নেতা গুরুতরভাবে জখম হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীর পুলিসের এক আধিকারিকের। তিনি ওই নেতার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

কিস্তওয়ারের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী চন্দ্রকান্ত শর্মা। মঙ্গলবারও তিনি সেই কাজে ওই হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের ভিতরেই তাঁর উপর জঙ্গিরা হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, জঙ্গিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আচমকাই চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তা আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই হামলাতেই নিহত হন ওই নিরাপত্তা আধিকারিক।

সেদিনও অনিল ও তাঁর ভাই অজিতকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। হামলায় নিহত হয়েছিলেন ওই দুজনেই। এলাকায় অশান্তি তৈরি করতেই ওই হামলা হয়েছিল। সেদিনের ঘটনার পর কারফিউ জারি করা হয়েছিল। তবে এদিনের ঘটনার পর কারফিউ জারি করা হয়েছে কি না, জানা যায়নি।

আরও পড়ুন: কংগ্রেস নেতার ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর হানায় কেন্দ্রীয় রাজস্ব সচিবকে তলব কমিশনের 

জম্মু-কাশ্মীরে রাজনৈতিক নেতাদের উপর এর আগে একাধিকবার হামলা হয়েছে। শুধু বিজেপি নয়, হামলার শিকার হয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। দুই কর্মী মারাও গিয়েছে জঙ্গি হামলার জেরে।

.