পুণের জার্মান বেকারি বিস্ফোরণে অপরাধী সাব্যস্ত হিমায়ত বেগ

পুণের জার্মান বেকারি বিস্ফোরণ মামলায় পুণের একটি আদালত অভিযুক্ত অভিযুক্ত হিমায়ত বেগকে দোষী সব্যস্ত করল। চলতি মাসের ১৮ তারিখ হিমায়ত বেগের সাজা ঘোষণা করা হবে।

Updated By: Apr 15, 2013, 11:41 AM IST

পুণের জার্মান বেকারি বিস্ফোরণ মামলায় পুণের একটি আদালত অভিযুক্ত অভিযুক্ত হিমায়ত বেগকে দোষী সাব্যস্ত করল। চলতি মাসের ১৮ তারিখ হিমায়ত বেগের সাজা ঘোষণা করা হবে।
তিন বছর আগে ২০১০-এর ১৩ ফেব্রুয়ারি ওই বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ষাট জনেরও বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় একমাত্র ধৃত হিমায়ত বেগ। বিস্ফোরণকাণ্ডে তার হাত থাকার অভিযোগ ওঠে।
দুহাজার দশের সেপ্টেম্বরে পুলিস হিমায়তকে গ্রেফতার করে। সে ছাড়া চার্জশিটে নাম রয়েছে আরও পাঁচজনের। তাদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা এবং তিন ভাটকাল ভাই- ইয়াসিন, রিয়াজ এবং ইকবাল। এই ঘটনায় আরেক অভিযুক্ত জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দালের বিচার চলছে ছাব্বিশ-এগারো মামলায়। জার্মান বেকারি মামলায় প্রায় একশো তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ধৃত হিমায়ত বেগকে ইউএপিএ সহ একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছিল।

.