ওয়ালমার্ট ইস্যুতে উত্তাল রাজ্যসভা

খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম বড় খুচরো ব্যবসা বিষয়ক সংস্থা ওয়াল মার্টের একটি রিপোর্ট। সম্প্রতি ওয়াল মার্ট মার্কিন সেনেটে একটি রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিশাল খুচরো ব্যবসার বাজার ধরার লক্ষ্যে, ওয়াল মার্ট ২০০৮ সাল থেকে ভারতে টানা লবি করে গিয়েছে। তার জন্য গত চার বছরে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করেছে ওই সংস্থা। ওয়ালমার্টের এই রিপোর্টের ভিত্তিতে উত্তাল হয়ে ওঠে আজকের রাজ্যসভা।

Updated By: Dec 10, 2012, 04:01 PM IST

খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম বড় খুচরো ব্যবসা বিষয়ক সংস্থা ওয়াল মার্টের একটি রিপোর্ট। সম্প্রতি ওয়াল মার্ট মার্কিন সেনেটে একটি রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিশাল খুচরো ব্যবসার বাজার ধরার লক্ষ্যে, ওয়াল মার্ট ২০০৮ সাল থেকে ভারতে টানা লবি করে গিয়েছে। তার জন্য গত চার বছরে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করেছে ওই সংস্থা। ওয়ালমার্টের এই রিপোর্টের ভিত্তিতে উত্তাল হয়ে ওঠে আজকের রাজ্যসভা।
মার্কিন সেনেটে দাখিল করা ওই তথ্য জানাজানি হতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। আজ রাজ্যসভায় এই প্রসঙ্গ তুলে প্রাথমিকভাবে বিরোধীতা শুরু করে বিজেপি। প্রবল হট্টগোলে স্থগিত হয়ে যায় রাজ্যসভা। এফডিআই আইন সংসদে পাস হয়ে গেলেও, এই তথ্যকে হাতিয়ার করে, কেন্দ্রকে ফের চাপে ফেলতে চাইছে বিরোধীরা। বিজেপির অভিযোগ, ভারতে এধরনের লবি বেআইনি। তাই ওয়াল-মার্টের অর্থব্যয় পক্ষান্তরে ঘুষ। ওয়াল মার্টের দেওয়া রিপোর্টের প্রেক্ষিতে তদন্ত দাবি করেছে বিজেপি এবং বামেরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে।

.