মানুষের রায়কে মাথা পেতে নিলাম, মন্তব্য রাহুল গান্ধীর

আমরা মানুষের রায়কে মাথা পেতে মেনে নিয়েছি। তবে, নির্বাচনে যারা জিতেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজ তিন রাজ্যে কংগ্রেসর ভরাডুবির পর এমনই মন্তব্য করলেন কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, এই হারের জন্য আমি মর্মাহত। তবুও, মানুষের রায়কেই মেনে নিচ্ছি। ফলাফলের পালা মিটলে চুলচেরা বিশ্লেষন করা হবে বলে তিনি জানান।

Updated By: May 19, 2016, 12:56 PM IST
মানুষের রায়কে মাথা পেতে নিলাম, মন্তব্য রাহুল গান্ধীর

ওয়েব ডেক্স : আমরা মানুষের রায়কে মাথা পেতে মেনে নিয়েছি। তবে, নির্বাচনে যারা জিতেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজ তিন রাজ্যে কংগ্রেসর ভরাডুবির পর এমনই মন্তব্য করলেন কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, এই হারের জন্য আমি মর্মাহত। তবুও, মানুষের রায়কেই মেনে নিচ্ছি। ফলাফলের পালা মিটলে চুলচেরা বিশ্লেষন করা হবে বলে তিনি জানান।

পশ্চিমবঙ্গ, কেরল ও অসমে এবার কংগ্রেসের ভরাডুবি হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ময়দানে নামে কংগ্রেস। সেখানে জোট কার্যত ভরাডুবির পথে তারা। অন্যদিকে, অসম ও কেরলে যথাক্রমে বিজেপি ও বামজোট ক্ষমতায় আসার পথে।

.