লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল

লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল। যে কোনও মুহূর্তে রাজ্যে নাশকতার ঘটনা ঘটতে পারে বলে রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।

Updated By: Mar 8, 2017, 05:48 PM IST
লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল

ওয়েব ডেস্ক : লখনউতে ISIS হানার পর এবার পশ্চিমবঙ্গকে সতর্ক করল রেল। যে কোনও মুহূর্তে রাজ্যে নাশকতার ঘটনা ঘটতে পারে বলে রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।

আরও পড়ুন- ভারতে সক্রিয়তার প্রমাণ আইসিসের

লখনউয়ের হাজি কলোনিতে পুলিসের গুলিতে মৃত্যু হওয়া সাইফুল নামে জঙ্গি ISIS-এর সদস্য বলে দাবি গোয়েন্দাদের। শুধু তাই নয় এদেশে ISIS-এর যে মডিউল কাজ করছে, তাতে সরাসরি যুক্ত ছিল সাইফুল। উত্তরপ্রদেশ পুলিসের দাবি, কানপুর থেকে গ্রেফতার হওয়া দু'জন এবং ইটাওয়া থেকে একজনও ISIS মডিউলের শরিক। আর মধ্যপ্রদেশ পুলিসের জালে ধরা পড়া আতিফই এই মডিউলের নেতা।

আরও পড়ুন- ১২ ঘণ্টার গুলির লড়াইয়ে খতম আইএস জঙ্গি সাইফুল

মঙ্গলবার বিকেলে কানপুর থেকে ২ এবং ইটাওয়া থেকে ১ সন্দেহভাজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিসের বিশেষ দল।

.