Ram Mandir | Ram Lala: 'রামলালা আমায় ডাকছে, মধ্যরাতে জেগে উঠতেন শিল্পী যোগীরাজ'

Jan 28, 2024, 21:31 PM IST
1/5

গোটা দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ ছিল তাঁর উপরে। সেই চাপ নিয়েই টানা ৭ মাসের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে পেরিয়েছেন সেই পরীক্ষা। তাঁর নাম এখন দেশের ঘরে ঘরে।

2/5

গত ২২ জানুয়ারি তাঁর হাতে তৈরি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অয়োধ্যার রাম মন্দিরে। তিনি হলেন মাইসুরুর ভাস্কর অরুণ যোগীরাজ।  

3/5

কালো কোষ্ঠী পাথরে তাঁর ছেনির প্রথম আঘাত থেকে শুরু করে শেষপর্যন্ত গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী আচার্য সুমধুর শাস্ত্রী।

4/5

মধ্যরাতে জেগে উঠতেন যোগীরাজ। বলতেন, 'রামলালা আমাকে ডাকছে'। মধ্যরাতেই লেগে যেতেন রামলালাকে মূর্ত করতে। এমনটাই জানিয়েছেন শাস্ত্রী।  

5/5

আচার্য সুমধুর শাস্ত্রী জানিয়েছেন, রামলালার মূর্তি তৈরির আগে একাধিক নাম বিবেচনা করা হয়েছিল। নাম উঠে এসেছিল সত্যানারায়ণ পাণ্ডে, জে জে ভাটের মতো ভাস্করের নাম। শেষপর্যন্ত অরুণ যোগীরাজকেই বেছে নেয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অরুণের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল রামলালার মূর্তি হবে বালকের মতো। উচ্চতা হবে ৫১ ইঞ্চি। চোখ মুখের গড়ন ও চুলের উপরে বিশেষ নজর দিতে হবে। সেই কাজটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে দেশের মানুষের মন জয় করেছেন অরুণ যোগীরাজ।