Ascent of Mount Rhenock: 'পঙ্গুরে লঙ্ঘাও গিরি'! এক পায়ে শৃঙ্গ জয় করে অসাধ্য সাধন উদয়কুমারের...

Ascent of Mount Rhenock: অলৌকিক ছাড়া আর কী? অনেকে সম্পূর্ণ সুস্থ সবল হয়েও পর্বতশৃঙ্গ আরোহণ করতে ব্যর্থ হন। এদিকে একটি পা হারিয়েও কলকাতার বছরপঁয়ত্রিশের এই তরুণ অসাধ্য সাধন করেছেন! তিনি ১৬,৫০০ ফুট উঁচু পর্বতশৃঙ্গ জয় করে ফেলেছেন!

| Apr 13, 2024, 18:49 PM IST

অয়ন ঘোষাল: পাহাড়প্রেমীদের আমরা শৃঙ্গ জয় করতে দেখে থাকি হামেশাই। এ আর নতুন কী? কিন্তু  এই ঘটনা অলৌকিক ছাড়া আর কী? অনেকে সম্পূর্ণ সুস্থ সবল হয়েও পর্বতশৃঙ্গ আরোহণ করতে ব্যর্থ হন। এদিকে একটি পা হারিয়েও কলকাতার বছরপঁয়ত্রিশের তরুণ উদয় কুমার এক অসাধ্য সাধন করে ফেলেছেন! তিনি সিকিমের ১৬,৫০০ ফুট উঁচু রেহনক পর্বতশৃঙ্গ জয় করে ফেলেছেন! 

1/7

শৃঙ্গ জয়

পাহাড়প্রেমীদের শৃঙ্গ জয় করতে দেখে থাকি হামেশাই। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

2/7

অসাধ্য সাধন

এবার এক  অসাধ্য সাধন করল কলকাতার উদয় কুমার। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

3/7

ট্রেনদুর্ঘটনা

ট্রেন দুর্ঘটনায় তার বাঁ পা কাটা পড়েছিল ২০১৫ সালে। কিন্তু তার পরেও কলকাতার একাধিক ম্যারাথনে যোগদান করতে দেখা গিয়েছে ৩৫ বছর বয়সী উদয় কুমারকে। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

4/7

অদম্য

জেদ এবং অদম্য ইচ্ছে নিয়ে পশ্চিম সিকিমের মাউন্ট রেনোক (১৬৫০০ ফুট)  শৃঙ্গ জয় করলেন উদয়। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

5/7

অভিযানের সঙ্গী

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ছিল এই পর্বত অভিযানের দায়িত্বে। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

6/7

১৬,৫০০ ফুটের চূড়ায়

সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে উদয় কুমার ১৬,৫০০ ফুট উপরে ৭৮০ স্কোয়ার ফুটের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

7/7

আগামীতে

আগামীতে এরকম আরও কিছু পর্বতশৃঙ্গ জয়ের পরিকল্পনা রয়েছে উদয় কুমারের। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)