শেম শেম

Dec 25, 2013, 20:47 PM IST
1/11

তরুণ তেজপালএদেশে স্টিং অপরেশনের জনক, যিনি একসময় রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বহু বাঘা বাঘা রাজনীতিবিদের তিনিই কিনা জড়ালেন যৌনকেলেঙ্কারিতে! সহকর্মীকে লিফটে শুধুমাত্র যৌন হেনস্থা করলেন তাই নয় প্রথমে স্বীকার করেও পরে উল্টো পথে হেঁটে অস্বীকার করলেন সব অপরাধ। অবশ্য তাতে দেশের আইন ব্যবস্থার মন গলেনি বিশেষ। আপাতত তেহেলকা সুপ্রিমো জেল হাজতে দিন গুজরান করছেন।

তরুণ তেজপাল
এদেশে স্টিং অপরেশনের জনক, যিনি একসময় রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বহু বাঘা বাঘা রাজনীতিবিদের তিনিই কিনা জড়ালেন যৌনকেলেঙ্কারিতে! সহকর্মীকে লিফটে শুধুমাত্র যৌন হেনস্থা করলেন তাই নয় প্রথমে স্বীকার করেও পরে উল্টো পথে হেঁটে অস্বীকার করলেন সব অপরাধ। অবশ্য তাতে দেশের আইন ব্যবস্থার মন গলেনি বিশেষ। আপাতত তেহেলকা সুপ্রিমো জেল হাজতে দিন গুজরান করছেন।

2/11

সুপ্রিম কোর্টসময়ের সঙ্গে সঙ্গে নাকী একটা দেশ, তার সমাজ সামনের দিকে এগোয়। কিন্তু বছরের শেষের মাসে এসে আমাদের দেশ সভ্যতার উল্টো দিকে যাত্রা করল। সৌজন্যে সুপ্রিমকোর্ট। দিল্লি হাইকোর্টের রায় নস্যাৎ করে বহাল রাখল ৩৭৭ ধারা। মানুষের একান্ত ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের নজরদারীর পথ প্রসস্থ করে দিল। যৌনসঙ্গী নির্বাচনের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করল। সমাজের সমপ্রেমী মানুষদের সঙ্গে পক্ষান্তরে `অপরাধীর` তকমা জুড়ে দিল।

সুপ্রিম কোর্ট
সময়ের সঙ্গে সঙ্গে নাকী একটা দেশ, তার সমাজ সামনের দিকে এগোয়। কিন্তু বছরের শেষের মাসে এসে আমাদের দেশ সভ্যতার উল্টো দিকে যাত্রা করল। সৌজন্যে সুপ্রিমকোর্ট। দিল্লি হাইকোর্টের রায় নস্যাৎ করে বহাল রাখল ৩৭৭ ধারা। মানুষের একান্ত ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের নজরদারীর পথ প্রসস্থ করে দিল। যৌনসঙ্গী নির্বাচনের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করল। সমাজের সমপ্রেমী মানুষদের সঙ্গে পক্ষান্তরে `অপরাধীর` তকমা জুড়ে দিল।

3/11

সারদা কেলেঙ্কারিনামেই চিট ফান্ড। তা সে যে এত বিপুল চিট করবে তার হদিস বোধহয় কেউ আন্দাজ করে উঠতে পারেননি। সারদার পকেটে একগাদা খবরের কাগজ, টিভি চ্যানেল, ট্রাভেল এজেন্সি, হোটেলের মালিকানা। শাসকদলের মন্ত্রীদের সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের হাসি হাসি মুখের ছবির ছড়াছড়ি। কিন্তু ২০১৩-এর এপ্রিলে দেখা গেল সবটুকুই ভাঁওতা। গ্রাহকদের কাছ থেকে স্মল স্কেল ইনভেসমেন্টের নামে পাওয়া সব টাকাই আসলে সপার্ষদ সারদা কর্তা চলতি বাংলা ভাষায় মেরে দিয়েছেন। আর তারপর? তারপরের রেশের লেজ এখনও দীর্ঘায়িত হচ্ছে। জেলে গেছেন সারদা কর্তা। জেলে গেছেন তাঁর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৃণমূল সাংসদ কুণাল ঘোষও। জড়িয়েছে একগাদা নেতা মন্ত্রীর নাম। ১৭ লক্ষ গ্রাহক কার্যত পথে বসেছেন। রাজ্যসরকার সিগারেটের উপর কর বাড়িয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য তহবিল তৈরি করলেও এখনও টাকা ফেরত পাননি কেউই।

সারদা কেলেঙ্কারি
নামেই চিট ফান্ড। তা সে যে এত বিপুল চিট করবে তার হদিস বোধহয় কেউ আন্দাজ করে উঠতে পারেননি। সারদার পকেটে একগাদা খবরের কাগজ, টিভি চ্যানেল, ট্রাভেল এজেন্সি, হোটেলের মালিকানা। শাসকদলের মন্ত্রীদের সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের হাসি হাসি মুখের ছবির ছড়াছড়ি। কিন্তু ২০১৩-এর এপ্রিলে দেখা গেল সবটুকুই ভাঁওতা। গ্রাহকদের কাছ থেকে স্মল স্কেল ইনভেসমেন্টের নামে পাওয়া সব টাকাই আসলে সপার্ষদ সারদা কর্তা চলতি বাংলা ভাষায় মেরে দিয়েছেন। আর তারপর? তারপরের রেশের লেজ এখনও দীর্ঘায়িত হচ্ছে। জেলে গেছেন সারদা কর্তা। জেলে গেছেন তাঁর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৃণমূল সাংসদ কুণাল ঘোষও। জড়িয়েছে একগাদা নেতা মন্ত্রীর নাম। ১৭ লক্ষ গ্রাহক কার্যত পথে বসেছেন। রাজ্যসরকার সিগারেটের উপর কর বাড়িয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য তহবিল তৈরি করলেও এখনও টাকা ফেরত পাননি কেউই।

4/11

মহম্মদ মোর্শিমুবারক পরবর্তী মিশরের প্রেসিডেন্ট পদে বসে ছিলেন বহু আশা জুগিয়ে। কিন্তু তখতে বসেই বদলে গেল চরিত্র। দেশকে সুরক্ষিত করার নামে নিজেকে সর্বেসর্বা ঘোষণা করলেন। সব আইনের উর্দ্ধে ঘোষণা করলেন। মুসলিম ব্রাদারহুডের মদতে কড়া ইসলামিক শাসনে বেঁধে ফেলতে চাইলেন দেশের সাধারণ মানুষের জীবন। ব্যাস, ক্ষেপে গেল সাধারণ মানুষ। এক সঙ্গে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল মোর্শির পদত্যাগের দাবিতে। প্রতিবাদে সামিল হল সেনাবাহিনীও। সেনা অভুথ্যানের চাপে পড়ে শেষ পর্যন্ত গোদি ছাড়তে বাধ্য হলেন মোর্শি।

মহম্মদ মোর্শি
মুবারক পরবর্তী মিশরের প্রেসিডেন্ট পদে বসে ছিলেন বহু আশা জুগিয়ে। কিন্তু তখতে বসেই বদলে গেল চরিত্র। দেশকে সুরক্ষিত করার নামে নিজেকে সর্বেসর্বা ঘোষণা করলেন। সব আইনের উর্দ্ধে ঘোষণা করলেন। মুসলিম ব্রাদারহুডের মদতে কড়া ইসলামিক শাসনে বেঁধে ফেলতে চাইলেন দেশের সাধারণ মানুষের জীবন। ব্যাস, ক্ষেপে গেল সাধারণ মানুষ। এক সঙ্গে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল মোর্শির পদত্যাগের দাবিতে। প্রতিবাদে সামিল হল সেনাবাহিনীও। সেনা অভুথ্যানের চাপে পড়ে শেষ পর্যন্ত গোদি ছাড়তে বাধ্য হলেন মোর্শি।

5/11

লালু প্রসাদ যাদবকথায় বলত `যব তক রহেগা সামোসে মে আলু, তব তক রাহেগা বিহারমে লালু।`` তা সেই রামও নেই আর রাম রাজত্বও নেই। বিহারে লালু জমানা তো সেই কবে থেকেই নীতিশের দখলে। তাও তবু কেন্দ্রীয় রেলমন্ত্রকের দায়িত্ব নিয়ে ভালয় মন্দোয় কেটে যাচ্ছিল। তা সে সুখও অস্তাগত বেশ কিছুদিন। বহুদিন মাথার উপরে ঝুলছিল পশু খাদ্য কেলেঙ্কারির মামলা। এবার সেই কেলেঙ্কারিই ২০১৩-তে জেলের ঘানি টানিয়ে ছাড়ল লালুজীকে।

লালু প্রসাদ যাদব
কথায় বলত `যব তক রহেগা সামোসে মে আলু, তব তক রাহেগা বিহারমে লালু।`` তা সেই রামও নেই আর রাম রাজত্বও নেই। বিহারে লালু জমানা তো সেই কবে থেকেই নীতিশের দখলে। তাও তবু কেন্দ্রীয় রেলমন্ত্রকের দায়িত্ব নিয়ে ভালয় মন্দোয় কেটে যাচ্ছিল। তা সে সুখও অস্তাগত বেশ কিছুদিন। বহুদিন মাথার উপরে ঝুলছিল পশু খাদ্য কেলেঙ্কারির মামলা। এবার সেই কেলেঙ্কারিই ২০১৩-তে জেলের ঘানি টানিয়ে ছাড়ল লালুজীকে।

6/11

জাস্টিন বাইবারসারা বছর গান গেয়েছেন কম। বিতর্কে জড়িয়েছেন বেশি। আর্জেন্টিনায় গান গাইতে গিয়ে সে দেশের জাতীয় পতাকাকে লাথি দেখান। প্রেম করতে গিয়েও ছড়িয়েছেন বিস্তর। এক সময়ের টিন সেনসেশন এখন বিতর্কের সঙ্গে প্রেমে মজেছেন।

জাস্টিন বাইবার
সারা বছর গান গেয়েছেন কম। বিতর্কে জড়িয়েছেন বেশি। আর্জেন্টিনায় গান গাইতে গিয়ে সে দেশের জাতীয় পতাকাকে লাথি দেখান। প্রেম করতে গিয়েও ছড়িয়েছেন বিস্তর। এক সময়ের টিন সেনসেশন এখন বিতর্কের সঙ্গে প্রেমে মজেছেন।

7/11

কংগ্রেসএকের পর এক দুর্নীতির অভিযোগ খাদ্য সুরক্ষা বিলও শেষরক্ষা করতে পারল না কংগ্রেসের। মোদী ঝড়ে বিপর্যস্ত কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনের সেমিফাইনাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে। দিল্লিতে আপ-এর উত্থানে ধুয়ে মুছে গেছে কংগ্রেসের অস্তিত্ব।

কংগ্রেস
একের পর এক দুর্নীতির অভিযোগ খাদ্য সুরক্ষা বিলও শেষরক্ষা করতে পারল না কংগ্রেসের। মোদী ঝড়ে বিপর্যস্ত কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনের সেমিফাইনাল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে। দিল্লিতে আপ-এর উত্থানে ধুয়ে মুছে গেছে কংগ্রেসের অস্তিত্ব।

8/11

বাসার আল আসাদগৃহযুদ্ধে বিদ্ধস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ তিনিই নিজের দেশের জনগণের উপর রাসয়ানিক অস্ত্র প্রয়োগ করেছেন। যার ফলে প্রাণ হারিয়েছেন ২০০০জন। প্রাণ হারিয়েছে বহু শিশুও। বাসার এই অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত রাসয়ানিক অস্ত্র প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

বাসার আল আসাদ
গৃহযুদ্ধে বিদ্ধস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ তিনিই নিজের দেশের জনগণের উপর রাসয়ানিক অস্ত্র প্রয়োগ করেছেন। যার ফলে প্রাণ হারিয়েছেন ২০০০জন। প্রাণ হারিয়েছে বহু শিশুও। বাসার এই অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত রাসয়ানিক অস্ত্র প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

9/11

ব্ল্যাকবেরি/ নোকিয়াএকদা মোবাইল ফোনের দুনিয়ায় রাজ করা ফিনল্যান্ডের বহুজাতিক মোবাইল কোম্পানি প্রযুক্তির দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছিল প্রতিযোগীদের থেকে। বিশ্ববাজারে কমছিল চাহিদ। একদা ভারতের মোবাইল মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করা এই কোম্পানি স্যামসং, মাইক্রোম্যাক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মোটামুটি ভেন্টিলেশনে চলে গিয়েছিল। অবশেষে মাইক্রোসফট অধিগ্রহণ করে এই ফিনিশ কোম্পানিকে। স্মার্টফোনের দুনিয়ায়  একদা স্মার্টনেসের শেষ কথা ব্ল্যাকবেরির অবস্থাও বর্তমানে তথৈবচ। স্যামসং গ্যালাক্সি আর আইফোনের রমারমার চোটে ব্ল্যাকবেরির আভিজাত্য ব্যাকডেটেড তকমা নিয়েই বেঁচে আছে।

ব্ল্যাকবেরি/ নোকিয়া
একদা মোবাইল ফোনের দুনিয়ায় রাজ করা ফিনল্যান্ডের বহুজাতিক মোবাইল কোম্পানি প্রযুক্তির দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছিল প্রতিযোগীদের থেকে। বিশ্ববাজারে কমছিল চাহিদ। একদা ভারতের মোবাইল মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করা এই কোম্পানি স্যামসং, মাইক্রোম্যাক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মোটামুটি ভেন্টিলেশনে চলে গিয়েছিল। অবশেষে মাইক্রোসফট অধিগ্রহণ করে এই ফিনিশ কোম্পানিকে।

স্মার্টফোনের দুনিয়ায় একদা স্মার্টনেসের শেষ কথা ব্ল্যাকবেরির অবস্থাও বর্তমানে তথৈবচ। স্যামসং গ্যালাক্সি আর আইফোনের রমারমার চোটে ব্ল্যাকবেরির আভিজাত্য ব্যাকডেটেড তকমা নিয়েই বেঁচে আছে।

10/11

ব্ল্যাকবেরি/ নোকিয়াএকদা মোবাইল ফোনের দুনিয়ায় রাজ করা ফিনল্যান্ডের বহুজাতিক মোবাইল কোম্পানি প্রযুক্তির দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছিল প্রতিযোগীদের থেকে। বিশ্ববাজারে কমছিল চাহিদ। একদা ভারতের মোবাইল মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করা এই কোম্পানি স্যামসং, মাইক্রোম্যাক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মোটামুটি ভেন্টিলেশনে চলে গিয়েছিল। অবশেষে মাইক্রোসফট অধিগ্রহণ করে এই ফিনিশ কোম্পানিকে।

ব্ল্যাকবেরি/ নোকিয়া
একদা মোবাইল ফোনের দুনিয়ায় রাজ করা ফিনল্যান্ডের বহুজাতিক মোবাইল কোম্পানি প্রযুক্তির দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছিল প্রতিযোগীদের থেকে। বিশ্ববাজারে কমছিল চাহিদ। একদা ভারতের মোবাইল মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করা এই কোম্পানি স্যামসং, মাইক্রোম্যাক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মোটামুটি ভেন্টিলেশনে চলে গিয়েছিল। অবশেষে মাইক্রোসফট অধিগ্রহণ করে এই ফিনিশ কোম্পানিকে।

11/11

আসারাম বাপুস্বঘোষিত ধর্মগুরু। দেশে, বিদেশে ভক্তের সংখ্যা অগুনতি। দিল্লি গণধর্ষণের পর মন্তব্য করেছিলেন নির্যাতীতার উচিৎ ছিল দুষ্কৃতীদের ভাইয়া বলে ডাকার। কিন্তু এইবার আর শেষ রক্ষা হল না। বেআইনি জমি কেলেঙ্কারি, খুনের অভিযোগে আগে বেশ কয়েকবার অভিযুক্ত হলেও পুলিসকে পাশ কাটিয়ে দিব্বি ছিলেন।  নিজের আশ্রমে এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে যেতে হল জেলে। আপাতত এই বাবা শ্রীঘরের হাওয়া খাচ্ছেন।

আসারাম বাপু
স্বঘোষিত ধর্মগুরু। দেশে, বিদেশে ভক্তের সংখ্যা অগুনতি। দিল্লি গণধর্ষণের পর মন্তব্য করেছিলেন নির্যাতীতার উচিৎ ছিল দুষ্কৃতীদের ভাইয়া বলে ডাকার। কিন্তু এইবার আর শেষ রক্ষা হল না। বেআইনি জমি কেলেঙ্কারি, খুনের অভিযোগে আগে বেশ কয়েকবার অভিযুক্ত হলেও পুলিসকে পাশ কাটিয়ে দিব্বি ছিলেন। নিজের আশ্রমে এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে যেতে হল জেলে। আপাতত এই বাবা শ্রীঘরের হাওয়া খাচ্ছেন।