বিশ্ব ক্রিকেটের এই ১২ জন ১০ হাজার রানের মালিক, জেনে নিন তাঁদের

১২ জন ব্যাটসম্যানের মধ্যে ধোনিই একমাত্র যাঁর ব্যাটিং গড় ৫০।

Updated By: Jul 15, 2018, 07:33 PM IST
বিশ্ব ক্রিকেটের এই ১২ জন ১০ হাজার রানের মালিক, জেনে নিন তাঁদের

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শেষ পর্যন্ত দেশকে তিনি জেতাতে পারেননি। তবে ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তাঁর ম্যাচ শেষ করে আসার দক্ষতা নিয়ে সমালোচকরা হাজারো প্রশ্ন তুলেছেন। তবে তাতে ধোনি থেমে থাকছেন না। লর্ডসে ১০ হাজার রান পূর্ণ করলেন এমএসডি। সঙ্গে কিপার হিসাবে একদিনের ক্রিকেটে ৩০০ ক্যাচ। 

আরও পড়ুন-  ধোনিকে টিটকিরি, ঢাল হয়ে দাঁড়ালেন কোহলি

চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ধোনি একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করলেন। এর আগে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন। বিশ্ব ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরনো ব্যাটসম্যান হিসাবে ধোনি রয়েছেন ১২ নম্বরে। ভারতীয় দলের হয়ে ধোনি করেছেন ৯৮৩০ রান। বাকি ১৭৪ রান তিনি করেছেন এশিয়া একাদশের হয়ে। ২০০৭ এ আফ্রিকা একাদশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলেছিলেন ধোনি। সেই সিরিজের এক ম্যাচে এশিয়া একাদশের হয়ে ধোনি অপরাজিত ১৩৯ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন। বাকি দুই ম্যাচে করেছিলেন  ২ ও ৩৩ রান। ১০ হাজারি ক্লাবে থাকা ১২ জন ব্যাটসম্যানের মধ্যে ধোনিই একমাত্র যাঁর ব্যাটিং গড় ৫০। শচীনের গড় ছিল ৪৪.৮৩। ধোনির স্ট্রাইক রেট ৮৮.২৭। তালিকায় সর্বোচ্চ স্ট্রাইক রেট রয়েছে শ্রীলঙ্কার সনথ জয়সূর্যের। ৯১.২। 

আরও পড়ুন-  ধোনির সাদা দাড়ি নিয়ে আপত্তি জানালেন গম্ভীর

৩২০ ম্যাচ খেলে ১১,৩২১ ম্যাচ খেলে ধোনি ১০ রান পূর্ণ করলেন। ধোনির আগে জয়সূর্য ১১,২৯৬ বল খেলে ১০ হাজার রান করেছিলেন। আসুন দেখে নেওয়া যাক, ১০ হাজার রানের গণ্ডি পেরনো ব্যাটসম্যানদের তালিকায় কারা রয়েছেন-

শচীন তেণ্ডুলকর- ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান।  গড় ৪৪.৮৩। 
কুমার সঙ্গকারা- ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রান। গড় ৪১.৯৮।
রিকি পন্টিং- ৩৭৫ ম্যাচে ১৩,৭০৪ রান। গড় ৪২.০৩। 
সনথ জয়সূর্য- ৪৪৫ ম্যাচে ১৩,৪৩০ রান। গড় ৩২.৩৬। 
মাহেলা জয়বর্ধনে- ৪৪৮ ম্যাচে ১২, ৬৫০ রান। গড় ৩৩.৩৭।
ইনজামাম উল হক- ৩৭৮ ম্যাচে ১১, ৭৩৯ রান। গড় ৩৯.৫২।
জ্যাক কালিস- ৩২৮ ম্যাচে ১১, ৫৭৯ রান। গড় ৪৪.৩৬।
সৌরভ গঙ্গোপাধ্যায়- ৩১১ ম্যাচে ১১, ৩৬৩ রান। গড় ৪১.০২।
রাহুল দ্রাবিড়- ৩৪৪ ম্যাচে ১০, ৮৮৯ রান। গড় ৩৯.১৬।
ব্রায়ান লারা- ২৯৯ ম্যাচে ১০,৪০৫ রান। গড় ৪০.৪৮।
তিলকরত্নে দিলশান- ৩৩০ ম্যাচে ১০,২৯০ রান। গড় ৩৯.২৭।
মহেন্দ্র সিং ধোনি- ৩২০ ম্যাচে ১০,০০৪ রান। গড় ৫১.৩।

Tags:
.