পদক জেতার জন্য ১৪ আগস্ট দিনটাই দীপার জন্য সেরা পটভূমি

Updated By: Aug 14, 2016, 03:53 PM IST
 পদক জেতার জন্য ১৪ আগস্ট দিনটাই দীপার জন্য সেরা পটভূমি

স্বরূপ দত্ত

আজ ১৪ আগস্ট। ভারতের স্বাধীনতা পাওয়ার আগের দিন। পাকিস্তানের স্বাধীনতার দিন। এগুলো রাষ্ট্রের ইতিহাস। একটা জাতির শিকল ছিড়ে বেরিয়ে আসার ইতিহাস। দেশটার নাম যদি ভারত হয়, তবে যে স্বাধীনতাত্তর দিনের অন্যতম গর্বের আঙিনা, ক্রিকেট আঙিনা। আর সেই ক্রিকেট খেলায় সচিন তেন্ডুলকর নামের মানুষটা যে চিরকাল আলাদা সম্মাণ পেয়ে এসেছেন। আজ পাচ্ছেন। পরেও পাবেন। সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। কিন্তু সে তো পরে। তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি যে ছিল, আজকের দিনেই। ১৯৯০ সালের ১৪ আগস্ট জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে। ক্রিকেট ব্যাট হাতে সেটাও যে ছিল, ইংরেজদের থেকে ২২ গজে 'স্বাধীনতা' ছিনিয়ে নেওয়া। এখন সচিন তেন্ডুলকরও রয়েছেন রিও অলিম্পিকে। সেখানে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করছেন। তাঁদের টুকিটাকি পরামর্শও দিচ্ছেন।

আর একটু পরেই জিমন্যাস্টিক ফ্লোরে পদক জেতার জন্য নামছেন দীপা করমাকার। তিনি যদি জানেন, একটা মানুষের ১০০ সেঞ্চুরির প্রথম পা ফেলাটা ছিল, আজকের দিনেই, দীপা বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারেন। আজ জন্মদিন প্রবীন আমরে-রও। প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন তিনিও। প্রথম একদিনের ম্যাচে ইডেনে অ্যালান ডোনাল্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলে হাফ সেঞ্চুরিও করেছিলেন। অর্থাত্, দীপার জন্য ভালো খবর তো বটেই। আজকের দিনটার সঙ্গে এমন একটা কিছু আছে, যার জোরে অনেক স্বপ্নের বাস্তব হওয়া আজকের পটভূমিতেই। না হলে ১৪ আগস্ট রাতেই তো পাওয়া গিয়েছিল দেশ স্বাধীনতার প্রথম স্বাদ। ১৪ আগস্ট দীপার স্বপ্নেরও দ্বীপ জ্বেলে দিক। একটা সাফল্যের ঐতিহাসিক এবং ধারাবাহিক পটভূমি তৈরিই আছে। দীপাকে শুধু নিজের সেরাটা দিতে হবে। তারপরে-ওই যে বলে না, 'ক্যহেতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়ানাত উসসে তুমসে মিলানে কি কোসিস মে লগ জাতি হ্যায়।'

আরও পড়ুন আজ বিশ্ব বাঁ হাতি দিবসে ভালো থাকুন সব 'বামপন্থীরা'

.