AIFF: পাঁচটি নতুন দলকে নিয়ে ফের স্বমহিমায় আই লিগ, জানিয়ে দিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে

পাঁচটি কর্পোরেট সংস্থাই আই লিগে দল নামাতে পারবে বলে এদিনের বৈঠকে স্থির হয়েছে। ২০১৬-১৭ মরসুমের পর বন্ধ থাকা ফেডারেশন কাপ ফের চালু করছে ফেডারেশন। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 3, 2023, 10:46 PM IST
AIFF: পাঁচটি নতুন দলকে নিয়ে ফের স্বমহিমায় আই লিগ, জানিয়ে দিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে
এক্সিকিউটিভ কমিটির শেষে সহকর্মীদের সঙ্গে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ছবি: এআইএফএফ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আই লিগে (I League) নতুন পাঁচটি ক্লাবকে খেলতে দেখা যাবে। শুধু তাই নয়, ফিরছে ঐতিহ্যশালী ফেডারেশন কাপও (Federation Cup)। সোমবার অর্থাৎ সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) এক্সিকিউটিভ কমিটির সভা হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। কয়েক মাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি প্রকল্প নিয়েছিল, ‘ভিশন ২০৪৭’। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম ফেডারেশন কাপ ফেরানো এবং আই লিগে পাঁচটি কর্পোরেট দলকে নেওয়া।

এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) বলেন, "এই কার্যনির্বাহী কমিটির সভাটি এমন একটি দিনে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি ভারতের ক্রমবর্ধমান ফুটবল শক্তির যথেষ্ট প্রমাণ। ইম্ফল এবং ভুবনেশ্বরে ব্যাক-টু-ব্যাক টুর্নামেন্ট জিতে ফিফা র‍্যাঙ্কিং ১০০-এ পৌঁছে, এটা প্রমাণিত যে ভারতীয় ফুটবল সঠিক পথে চলছে।" 

আরও পড়ুন: SAFF Championship 2023 Final: কুয়েতের বিরুদ্ধে নামার আগে কীভাবে সতীর্থদের তাতালেন সন্দেশ ঝিঙ্গন

আরও পড়ুন: Mohun Bagan: অপেক্ষার অবসান, নতুন মরসুমের আগেই প্রকাশ্যে সবুজ-মেরুনের নতুন লোগো

ভারতবর্ষের ঐতিহ্যশালী এবং প্রিমিয়ার কাপ কম্পিটিশন ফেডারেশন কাপ। দীর্ঘ ছ’বছর পর অবশেষে ফিরছে এই প্রতিযোগিতা। ২০২৩-২০২৪ মরসুমে হবে ফেড কাপ। বেঙ্গালুরুতে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভা হয়েছে এদিন। আগেই ঠিক হয়েছিল, আই লিগে কর্পোরেট টিম থাকবে। বেশ কিছু সংস্থা টেন্ডার জমা দিয়েছিল। এর মধ্যে কলকাতার একটি সংস্থাও ছিল। ফেডারেশনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি নতুন দল দেখা যাবে আই লিগে। যে সংস্থাগুলি বিডে দল পেয়েছে- ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড (বারাণসী), নমধরী সিডস প্রাইভেট লিমিটেড (পঞ্জাব), নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভেলোপমেন্ট প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু), কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইসরি প্রাইভেট লিমিটেড (দিল্লি), বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড (অম্বালা, হরিয়ানা)।

এই পাঁচটি কর্পোরেট সংস্থাই আই লিগে দল নামাতে পারবে বলে এদিনের বৈঠকে স্থির হয়েছে। ২০১৬-১৭ মরসুমের পর বন্ধ থাকা ফেডারেশন কাপ ফের চালু করছে ফেডারেশন। এ ছাড়া কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ এমকে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল করা হল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.