মেসির গোলে বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার

করোনা পরবর্তী সময়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হল লাতিন আমেরিকায়।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 9, 2020, 12:37 PM IST
মেসির গোলে বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  জয় দিয়েই কাতার বিশ্বকাপের বাছাইপর্বের অভিযান শুরু করল আর্জেন্টিনা। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। মেসির করা একমাত্র গোলে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা।

 

করোনা পরবর্তী সময়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হল লাতিন আমেরিকায়। বৃহস্পতিবার ইকুয়েডরের বিরুদ্ধে ১-২-৩-৪ ফরম্যাটে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে আর্জেন্টিনা। ১১ মিনিটের মাথায় লুকাস ওকাম্পোসকে ডি বক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের ডিফেন্ডার এস্তুপেনা। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে ৭১ তম গোল হয়ে গেল এলএমটেনের।

 

 

এরপর পুরো ম্যাচজুড়ে ভালো খেললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে জয় দিয়েই অভিযান শুরু করল মেসির আর্জেন্টিনা। মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তারা।

 

আরও পড়ুন - ২০৬ দিন পর ফুটবল ফিরল ভারতে, প্রথম দিনেই জয় পেল কলকাতার দুই ক্লাব

 

.