১৫ বছর পর লা পাজ থেকে জিতে ফিরল আর্জেন্টিনা, বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়াকে হারাল মেসিরা

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় বলিভিয়ার লা পাজে ম্যাচের শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি আর্জেন্টিনার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 14, 2020, 08:31 AM IST
১৫ বছর পর লা পাজ থেকে জিতে ফিরল আর্জেন্টিনা, বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়াকে হারাল মেসিরা
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  ১৫ বছর পর বলিভিয়ার মাঠে জয় পেল আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও জয়ে ফিরল দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মেসিরা।

 

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় বলিভিয়ার লা পাজে ম্যাচের শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি আর্জেন্টিনার। বরং নিজেদের মাঠে আধিপত্য বজায় রেখেই খেলতে শুরু করে বলিভিয়া। ২৪ মিনিটে সাউলের ক্রসে মার্সেলো মার্টিনস গোল করে এগিয়ে দেয় বলিভিয়াকে। পিছিয়ে পড়ে নিজেদের গোছাতে শুরু করে আর্জেন্টিনা।

 

বিরতির আগেই সমতা ফেরায় মেসিরা। লাউতারো মার্টিনেজের গোলে স্কোরলাইন ১-১। আর ৭৯ মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন কোররেয়া। শেষ পর্যন্ত লা পাজ থেকে স্বস্তির  জয় নিয়ে ফিরল আর্জেন্টিনা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ার মাঠে জিতল তারা। সেই সঙ্গে ইকুয়েডরের পর বলিভিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল লিওনেল স্কালোনির দল।

আরও পড়ুন - এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

.