এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সেল্ফ আইসোলেশনে রয়েছেন পর্জুগিজ সুপারস্টার। আগামিকাল নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ম্যাচে তিনি নেই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=HLHJ0Ns9)
![এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/13/281125-ronaldo.jpg)
নিজস্ব প্রতিবেদন: দেশের জার্সিতে খেলতে গিয়ে এবার করোনায় আক্রান্ত হলেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মারণ ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন সিআরসেভেন। আপাতত তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
পর্তুগালের জার্সিতে স্পেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিরুদ্ধে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর সিআর সেভেন রুটিনমাফিক কোভিড টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। মারণ ভাইরাসে আক্রান্ত সিএরসেভেন। তবে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই।
সেল্ফ আইসোলেশনে রয়েছেন পর্জুগিজ সুপারস্টার। আগামিকাল নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ম্যাচে তিনি নেই। পর্তুগাল দল থেকে বাদ পড়েছেন তিনি। জুভেন্টাসে যোগ দেওয়ার আগে আপাতত গৃহবন্দি সিআরসেভেন।
আরও পড়ুন - রক্ষণে নজর ফাউলারের, লাল-হলুদে যোগ স্কট নেভিলের