দ্রুততম 'ট্রিপল সেঞ্চুরি' অশ্বিনের

ম্যাচ- ৫৪ ইনিংস- ১০১ উইকেট- ৩০০ সর্বোচ্চ- ৫৯/৭ ইকনমি- ২.৮৯ (টেস্ট ম্যাচে ৫উইকেট নিয়েছেন ৫ বার, ১০ উইকেট নিয়েছেন ৭)

Updated By: Nov 27, 2017, 01:15 PM IST
দ্রুততম 'ট্রিপল সেঞ্চুরি' অশ্বিনের

নিজস্ব প্রতিবেদন: পঞ্চম ভারতীয় হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন স্পিনের 'জাদুকর' রবিচন্দ্রন অশ্বিন। কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং এবং জহির খানের পর অশ্বিন ভারতের পঞ্চম ক্রিকেটার যিনি এই নজির গড়লেন। নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে বিশ্ব নজির ভারতের তারকা স্পিনারের। অশ্বিনের ৩০০তম শিকার মুথাইয়ার দেশের পেস বোলার লাহিরু গামাগে।   

আরও পড়ুন- আগ্রাসনের সামনে আত্মসমর্পণ! নাগপুরে লঙ্কাজয় ভারতের

৩০০-র এভারেস্টে পৌঁছতে দক্ষিণের এই স্পিনারের লাগল মাত্র ৬ বছর। ৫৪ ম্যাচেই ৩০০ উইকেট নিয়ে অশ্বিন গড়েছেন বিশ্ব নজিরও। তিনিই এখন বিশ্বের সেই ক্রিকেটার যিনি সবথেকে কম টেস্ট খেলে ৩০০ উইকেট নিলেন। ১৯৮১ সাল থেকে এই রেকর্ড আগলে বসেছিলেন অসি কিংবদন্তি ডেনিস লিলি। ৫৬ ম্যাচই লিলি ছুঁয়েছিলেন ৩০০'র মাইলস্টোন। প্রথম স্পিনার হিসেবে ৫৮ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। আর ৬১ ম্যাচ খেলে ৩০০ উইকেট নেওয়ার নজির রয়েছে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইনের। ভারতীয় হিসেবে ৬৬ ম্যাচে ৩০০ উইকেট নিয়ে এই তালিকায় আছেন অশ্বিনের প্রাক্তন হেডস্যার অনিল কুম্বলেও। তবে ষাটেরও কম ম্যাচ খেলে ৩০০ উইকেট পাওয়ার মত বিরল নজির এর আগে কোনও ভারতীয় বোলারের ছিল না। 

রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট রেকর্ড: 

ম্যাচ- ৫৪ ইনিংস- ১০১ উইকেট- ৩০০ সর্বোচ্চ- ৫৯/৭ ইকনমি- ২.৮৯ (টেস্ট ম্যাচে ৫উইকেট নিয়েছেন ৫ বার, ১০ উইকেট নিয়েছেন ৭)

আরও পড়ুন- ব্রিসবনে বিরাট জয় স্মিথদের, অ্যাডিলেডে জয়ের 'রুট' খুঁজছেন জো!

 

.