শনিবার থেকে শুরু এশিয়া কাপ, দেখে নিন ক্রীড়াসূচি

দীর্ঘদিন পর কোনও টুর্নামেন্টে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 

Updated By: Sep 13, 2018, 06:56 PM IST
শনিবার থেকে শুরু এশিয়া কাপ, দেখে নিন ক্রীড়াসূচি

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার, ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। দু'বছর পর ফিরছে এই টুর্নামেন্ট। দুটো গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়া কাপের ছটা দেশ। গ্রুপ এ-তে আছে গতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ বি-তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান।  দীর্ঘদিন পর কোনও টুর্নামেন্টে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শেষবার ভারত-পাক ম্যাচ হয়েছিল গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপাতত এই টুর্নামেন্টের যাবতীয় আকর্ষণ ভারত-পাক ম্যাচকে ঘিরে। সংযুক্ত আরব আমিরশাহির দুটি ভেনু- আবুধাবি ও দুবাইয়ে বসবে এবারের এশিয়া কাপের আসর।

আরও পড়ুন-  ক্রিকেট-পাগল! ম্যাচ টিকিটের আদলে বিয়ের কার্ড বানালেন চেন্নাই-ফ্যান

২০১৬-তে এশিয়া কাপ হয়েছিল টি-২০ ফরম্যাটে। সেবার টুর্নামেন্ট হয়েছিল বাংলাদেশে। দুই বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার দেশগুলি এশিয়া কাপ খেলেছিল।  এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত খেলতে নামবে ১৮ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। তার পরদিনই ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।   

আরও পড়ুন-  ইংল্যান্ডে ভরাডুবির পরেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত

দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে, একটি দল বিদায় নেবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে। ফলে সুপার ফোরে ফের ভারত-পাক ম্যাচ হওয়ার সুযোগ থাকছে। গ্রুপ পর্বে কোয়ালিফায়ার দল অঘটন না ঘটালে দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাক ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বরে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর। মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা।  টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবে সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ওমান, নেপাল, মালয়েশিয়া, হংকং।

গ্রুপ বিন্যাস-
গ্রুপ এ- ভারত, পাকিস্তান, হংকং
গ্রুপ বি- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

ক্রীড়াসূচি-

গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর, শনিবার - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর - পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর - শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর - ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর - ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর-
২১ সেপ্টেম্বর - গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ  (দুবাই)
২১ সেপ্টেম্বর - গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর - গ্রুপ এ  বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর - গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি  রানার আপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর - গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী (দুবাই)
২৬ সেপ্টেম্বর - গ্রুপ এ  রানার আপ বনাম গ্রুপ বি  রানার আপ (আবুধাবি)

ফাইনাল-
২৮ সেপ্টেম্বর - দুবাই

.