রবিবার থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ

রবিবার থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করছে ভারতীয় দল। টেস্টে সিরিজের লজ্জাজনক পারফরম্যান্সের পর শুক্রবার মেলবোর্নে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ধোনির ভারত। বিদেশের মাটিতে ১৬ ম্যাচ পর জয়ের ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরেছে ভারতীয় শিবিরে।

Updated By: Feb 4, 2012, 09:08 PM IST

রবিবার থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করছে ভারতীয় দল। টেস্টে সিরিজের লজ্জাজনক পারফরম্যান্সের পর শুক্রবার মেলবোর্নে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ধোনির ভারত। বিদেশের মাটিতে ১৬ ম্যাচ পর জয়ের ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরেছে ভারতীয় শিবিরে।
বিশ্বকাপ ফাইনালের পর রবিবার আবার ভারতের নীল জার্সিতে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। কয়েকবছর আগে সচিনের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্য অস্ট্রেলিয়ার মাটিতে ভিবি সিরিজ জিতেছিল ভারত। বিশ্বকাপের মতই ওপেনিং করবেন সম্ভবত সেওয়াগ-সচিন জুটিই। তিন নম্বরে আসবেন টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতরান করা গম্ভীর। মাঝের ওভারগুলোয় রান তোলার গতি বজায় রাখার জন্য রায়না, কোহলি, রোহিত শর্মার দিকে তাকিয়ে আছে ভারত।
মেলবোর্নের উইকেটের কথা ভেবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলাতে চাইছেন ধোনি। শেষ টি-টোয়েন্টিতে বোলিং বিভাগে সাফল্য পেয়েছেন পেসার এবং স্পিনাররা। যেটা বাড়তি ভরসা যোগাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এককথায় তরুণ ক্রিকেটাররা একদিনের দলে যোগ দেওয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতকে একেবারে অন্য চেহারায় পাওয়া যাবে বলে আশাবাদী ধোনি। টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফেভারিট হিসাবে দেখছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও।

.