এক নম্বরের লড়াইয়ের শুরুটা হল ড্র দিয়ে

প্রাক্তন বনাম বর্তমান এক নম্বরদের লড়াইয়ের প্রথম ধাপটা নিষ্ফলাই থাকল। প্রকৃতির কোপে পড়ে ম্যাচের অনেকটা দফারফা হয়ে গেল ব্রিসবে‌নে প্রথম টেস্ট বুঝিয়ে দিল সিরিজে এখনও `পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।`তবে এটাও ঠিক প্রথম টেস্ট ড্র হলেও কোথাও যেন একটা জয়ের আবহ পেল অসিরা। জয়ের আ ম্যাচের শেষ দিনে হাল্কা ক্লাইমেক্স থাকলেও এটা নিশ্চিন্ত ছিল প্রথম টেষ্ট ড্র হবে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বড় রানের পাহাড় তৈরি করে। জবাবে অস্ট্রেলিয়া সেই পাহাড়ে উঠতে প্রথমেই হোঁচট খায়।

Updated By: Nov 13, 2012, 05:58 PM IST

দক্ষিন আফ্রিকা: ৪৫০। ১৬৫/৫ (৬৮.০ ওভার)। অস্ট্রেলিয়া: ৫৬৫/৫
প্রাক্তন বনাম বর্তমান এক নম্বরদের লড়াইয়ের প্রথম ধাপটা নিষ্ফলাই থাকল। প্রকৃতির কোপে পড়ে ম্যাচের অনেকটা দফারফা হয়ে গেল ব্রিসবে‌নে প্রথম টেস্ট বুঝিয়ে দিল সিরিজে এখনও `পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।`
তবে এটাও ঠিক প্রথম টেস্ট ড্র হলেও কোথাও যেন একটা জয়ের আবহ পেল অসিরা। জয়ের আ ম্যাচের শেষ দিনে হাল্কা ক্লাইমেক্স থাকলেও এটা নিশ্চিন্ত ছিল প্রথম টেষ্ট ড্র হবে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বড় রানের পাহাড় তৈরি করে। জবাবে অস্ট্রেলিয়া সেই পাহাড়ে উঠতে প্রথমেই হোঁচট খায়। ওয়ার্নার ৪, পন্টিং ০, কিউনি ৯ রানে আউট হন। তারপর অধিনায়ক মাইকেল ক্লার্কের ডবল সেঞ্চুরি আর আন্তজার্তিক ক্রিকেটে কোয়েনের প্রথম শতরানের হাত ধরে সেই পাহাড়ে উঠতে উর্ত্তীণ হয়। আর শেষে মাইকেল হাসি ১০০ রান করে অস্ট্রেলিয়ার পতাকা পুঁতে দিলেন প্রতিপক্ষ দলের রানের পাহাড়ে। অস্ট্রেলিয়ার এমন নাটকীয় ইনিংসে মনে হতেই পারে তারা স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে। কোথায় যেন নিশব্দ জয়ের উল্লাসে মেতে উঠেছে।
এখনও বাকি দুটো টেস্ট। সিরিজের দাঁড়িপাল্লা কোনদিকে হেলবে সেটা এখন বলা কঠিন। সর্বোপরি দুই দলের পারফর্মেন্স খুব ভালো থাকায় আশা করা যেতে পারে পরবর্তী ম্যাচগুলি আরো বেশি হাড্ডাহাড্ডি হবে। অবশ্যই চোখ থাকবে অভি়জ্ঞ ও প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং আবার কি শূন্য!

.