জাপানি মিডফিল্ডারের কুঁচকিতে চোট, ধাক্কা মোহনবাগানে!
এই মুহুর্তে পঞ্জাবে বেশ ঠান্ডা। তাছাড়া প্রতিপক্ষ সম্পর্কেও সেভাবে ধারণা নেই। তাই আই লিগ অভিযান শুরু করার বেশ ব্যকফুটে গতবারের রানার্সরা।
নিজস্ব প্রতিবেদন: আই লিগ অভিযান শুরু করার আগেই ধাক্কা মোহনবাগান শিবিরে। চোটের কারণে মিনার্ভা ম্যাচের দল থেকে ছিটকে যেতে চলেছেন ইউতা কিনাওয়াকি। কয়েকদিন আগে অনুশীলনে কুঁচকিতে চোট পেয়েছিলেন জাপানি এই মিডফিল্ডার। সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। মঙ্গলবারও অনুশীলনের সময়টা চোটের জায়গায় বরফ লাগিয়ে বসে থাকেন ইউতা। তাঁকে যে পাওয়া যাবে না, সেটা ধরেই নিচ্ছে বাগান শিবির।
আরও পড়ুন- মহমেডানকে ৬-০ গোলে হারাল সবুজমেরুন
বুধবার অনুশীলন করে বৃহস্পতিবার মিনার্ভা ম্যাচ খেলতে পঞ্জাব যাবে মোহনবাগান দল। এই মুহুর্তে পঞ্জাবে বেশ ঠান্ডা। তাছাড়া প্রতিপক্ষ সম্পর্কেও সেভাবে ধারণা নেই। তাই আই লিগ অভিযান শুরু করার বেশ ব্যকফুটে গতবারের রানার্সরা।
আরও পড়ুন- ক্রিকেট তপস্যায় স্বপ্নপূরণ বিজয় শঙ্করের!