যোগ্য দল হিসেবেই বাংলাদেশ ফাইনালে, হতাশ করতে পারে ভারতকেও: সুনীল গাওয়াসকর

ইংল্যান্ডে সিরিজ হারের  ক্ষততে মলম লাগাতে এশিয়া কাপ জয় – ভারতের কাছে ‘মাস্ট উইন গেম'

Updated By: Sep 28, 2018, 01:16 PM IST
যোগ্য দল হিসেবেই বাংলাদেশ ফাইনালে, হতাশ করতে পারে ভারতকেও: সুনীল গাওয়াসকর

নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপ ফাইনালের আগে বাংলাদেশ নিয়ে সতীর্থদের সতর্ক করেছিলেন শিখর ধাওয়ান।  এবার ওই একই কথা শুনিয়ে রাখলেন ভারতীয় কিংবদন্তী সুনীল গাওয়াসকর। শুক্রবার এশিয়া কাপ ফাইনালে ভারতকে এগিয়ে রাখলেও সুনীল গাওয়সকার বলে রাখলেন, এই বাংলাদেশ দল ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স’দেরও হতাশ করতে পারে।

আরও পড়ুন- ‘৬ রাত ঘুম হয়নি’! বাংলাদেশের কাছে হেরে সময় চাইলেন সরফরজ

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনালের রাস্তা পাকা করেছে বেঙ্গল টাইগাররা। এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপ ফাইনালে পৌঁছছে বাংলাদেশ। যারা মনে করছেন পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্যই বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালের টিকিট পাকা করেছে তাঁদের কার্যত একহাত নিয়েই গাওয়াসকর বলেন, “আফগানিস্তানের বিরুদ্ধে কামব্যাক করার পর  বাংলাদেশ যেভাবে পারফর্ম্যান্স করেছে, তাতে যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলবে ওরা। আর ভারত যদি ওদের হালকা ভাবে দেখে, তাহলে ওদের হয়ত অবাকও হতে হবে।” একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরফি মোর্তাজা নিয়েও প্রশংসা শোনা গিয়েছে এই ক্রিকেট কিংবদন্তীর মুখে।

আরও পড়ুন- ‘ভারতের থেকে শেখা উচিত’, পাক দলকে পরামর্শ শোয়েব মালিকের

প্রসঙ্গত, পাকিস্তানকে হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে উঠল বেঙ্গল টাইগাররা। যদিও দুবারই ট্রফির কাছাকাছি এলেও সেটা ছুঁয়ে দেখার সুযোগ পায়নি বাংলাদেশি দল। এবার সুযোগ থাকছে এশিয়া কাপ জয়ের। একই সঙ্গে থাকছে ভারতের কাছে শেষ ওভারে নিদাহাস ট্রফি হারের বদলা নেওয়ার সুযোগও। অন্যদিকে, ইংল্যান্ডে সিরিজ হারের  ক্ষততে মলম লাগাতে এশিয়া কাপ জয় – ভারতের কাছেও ‘মাস্ট উইন’।

.