পিছিয়ে পড়ে ম্যাচে জয়, চ্যাম্পিয়নশিপ ফাইটে রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা

ভ্যালেন্সিয়াকে চার-দুই গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নশিপ ফাইটে  রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগ টেবিলে প্রথম দুটো স্থানে থাকা রিয়াল ও বার্সার মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র দুই। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। মানগালার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পিছিয়ে পড়ে ম্যাচে ফেলে ক্যাটালিয়ান্স ক্লাব। তখনই শুরু এমএসএন ম্যাজিক। লুইস সুয়ারেজের গোলে ম্যাচের স্কোর হয় এক-এক। তারপর নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন ভ্যালেন্সিয়ার মানগালা। সুয়ারেজকে বক্সের মধ্যে মানগালা ফেলে দিলে পেনাল্টি পায় এনরিকে ব্রিগেড। একই সঙ্গে ভ্যালেন্সিয়ার স্টিপারকে লাল কার্ড দেখানো হয়। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। বিরতির আগেই বার্সেলোনার প্রাক্তন ফুটবলার মুনিরের গোলে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে বার্সা শো। দশজনের ভ্যালেন্সিয়া আর থামাতে পারেনি মেসি,নেইমারদের। এলএম টেনের দ্বিতীয়ার্ধের গোলে ক্যাটালিয়ান্সদের পক্ষে স্কোর দাঁড়ায় তিন-দুই। ম্যাচের শেষদিকে বার্সার চতুর্থ গোলটা আন্দ্রে গোমেসের। এই জয়ের ফলে রিয়ালের থেকে এক ম্যাচ বেশি খেলে দুপয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। 

Updated By: Mar 20, 2017, 11:27 PM IST
পিছিয়ে পড়ে ম্যাচে জয়, চ্যাম্পিয়নশিপ ফাইটে রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা

ব্যুরো: ভ্যালেন্সিয়াকে চার-দুই গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নশিপ ফাইটে  রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগ টেবিলে প্রথম দুটো স্থানে থাকা রিয়াল ও বার্সার মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র দুই। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। মানগালার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পিছিয়ে পড়ে ম্যাচে ফেলে ক্যাটালিয়ান্স ক্লাব। তখনই শুরু এমএসএন ম্যাজিক। লুইস সুয়ারেজের গোলে ম্যাচের স্কোর হয় এক-এক। তারপর নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন ভ্যালেন্সিয়ার মানগালা। সুয়ারেজকে বক্সের মধ্যে মানগালা ফেলে দিলে পেনাল্টি পায় এনরিকে ব্রিগেড। একই সঙ্গে ভ্যালেন্সিয়ার স্টিপারকে লাল কার্ড দেখানো হয়। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। বিরতির আগেই বার্সেলোনার প্রাক্তন ফুটবলার মুনিরের গোলে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে বার্সা শো। দশজনের ভ্যালেন্সিয়া আর থামাতে পারেনি মেসি,নেইমারদের। এলএম টেনের দ্বিতীয়ার্ধের গোলে ক্যাটালিয়ান্সদের পক্ষে স্কোর দাঁড়ায় তিন-দুই। ম্যাচের শেষদিকে বার্সার চতুর্থ গোলটা আন্দ্রে গোমেসের। এই জয়ের ফলে রিয়ালের থেকে এক ম্যাচ বেশি খেলে দুপয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। 

 

.