Barcelona | Ilkay Gundogan: জল্পনাই সত্যি হল, ম্যান সিটি অতীত, 'মিস্টর হুইপি' এখন বার্সার

Barcelona signs former Manchester City midfielder Ilkay Gundogan: জল্পনাই সত্যি হল, ম্যান সিটি এখন হয়ে গেল অতীত, 'মিস্টর হুইপি' এখন বার্সার ফুটবলার। কাতালুনিয়ান ক্লাব বিবৃতি দিয়ে ঘোষণা করে দিল। বার্সায় এবার শুরু হবে গুন্ডোগান যুগ।  

Updated By: Jun 26, 2023, 03:26 PM IST
 Barcelona | Ilkay Gundogan: জল্পনাই সত্যি হল, ম্যান সিটি অতীত, 'মিস্টর হুইপি' এখন বার্সার
গুন্ডোগান এলেন বার্সেলোনায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রান্সফার মার্কেটে কান পাতলেই শোনা যাচ্ছিল যে, ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ইলকাই গুন্ডোগান (ফ্রি টান্সফারে আসতে পারেন বার্সেলোনায় (Barcelona)। জল্পনাই সত্যি হল। 'মিস্টর হুইপি'কে নিয়ে নিল ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব বার্সা। ম্যান সিটির হয়ে ত্রিমুকুট জিতেই 'ক্যাপ্টেন সিল্কি' এলেন কাতালুনিয়ান ক্লাব। বার্সেলোনা সরকারি বিবৃতি দিয়ে জার্মান মিডফিল্ডারকে নেওয়ার ঘোষণা করে দিল। ২০১১-১৬ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডে (Borussia Dortmund) খেলা গুন্ডোগান ২০১৬-২৩ পর্যন্ত খেলেছেন প্রিমিয়র লিগের ঐতিহ্যাবাহী ক্লাব ম্যান সিটিতে (Manchester City)।

বরুসিয়াতে যোগ দেওয়ার প্রথম মরসুমেই গুন্ডোগান বুন্দেসলিগা ( Bundesliga) ও ডিএফবি-পোকাল (DFB-Pokal) জেতেন। বরুসিয়াকে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে নিয়ে যেতেও অবদান রাখেন। বার্সা জানিয়েছে যে, জার্মানির বিশ্বকাপার দুই বছরের চুক্তিতে ক্লাবে এসেছেন। তাঁর কাছে সুযোগ রয়েছে আরও এক বছর চুক্তি বাড়ানোর। গুন্ডোগানের বাইআউট ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো।

আরও পড়ুন: WATCH | Lionel Messi: 'গোট' দর্শনের জন্য ১২০০ মাইল উড়ে এলেন ফ্যান! তারপর...

গুন্ডোগান তাঁর ট্য়ুইটারে একটি আবেগি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'সাত বছরের অসাধারণ সময় শেষ হল। আপনারা আমাকে সব স্বপ্ন উপলব্ধি করতে শিখিয়েছেন। আমার হৃদয়ে আজীবন থাকবেন আপনার। একবার যে ব্ল্যু, সে আজীবন ব্ল্যু।' রবার্ট লেওয়ানডস্কির সঙ্গে গুন্ডোগানের যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে আছেন বার্সার সমর্থকরা। এখন দেখার গুন্ডোগান লাল-নীল জার্সিতে কী ফুল ফোটাতে পারেন। পিএল, এফএ কাপের পর চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে পেপের সিটি। ১৯৯৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে এই অসাধারণ কীর্তি গড়েছে সিটি। গুন্ডোগান ছিলেন দলের অধিনায়ক। টানা তিন মরসুম ব্যাক-টু-ব্যাক ইপিএল ধরে রাখল। ২০২০-২১, ২০২১-২২ এর পর ২০২২-২৩ মরসুমেও সিটি বাজিয়ে লিগ আর্লিং হাল্য়ান্ডদের । শেষ পাঁচ মরসুমের মধ্যে চারবারই প্রিমিয়ার লিগ জিতেছে ম্যান সিটি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.