আইপিএল খেলে বেন স্টোকস, নিজের খেলাকে পরের পর্যায় নিয়ে গিয়েছেন, বললেন এবি

এবারের আইপিএলের নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার ছিলেন তিনি। বেন স্টোকস। রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে তারপর ইংরেজ অলরাউন্ডার যে পারফরম্যান্সটা করলেন, তাতে একটাই কথা বলা যায়, পয়সা উসুল। সত্যিই তাই। আজ যে রাইজিং পুনে সুপারজায়ান্ট আইপিএল ফাইনাল খেলতে চলেছে, তাতে অনেকটাই অবদান বেন স্টোকসের। একটা ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। আবার পাশাপাশি প্রতিযোগিতায় নিয়েছেন এক ডজন উইকেট। এখন অবশ্য তিনি চলে গিয়েছেন দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে। তারপরই নিজেদের দেশে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি।

Updated By: May 19, 2017, 01:21 PM IST
আইপিএল খেলে বেন স্টোকস, নিজের খেলাকে পরের পর্যায় নিয়ে গিয়েছেন, বললেন এবি

ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার ছিলেন তিনি। বেন স্টোকস। রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে তারপর ইংরেজ অলরাউন্ডার যে পারফরম্যান্সটা করলেন, তাতে একটাই কথা বলা যায়, পয়সা উসুল। সত্যিই তাই। আজ যে রাইজিং পুনে সুপারজায়ান্ট আইপিএল ফাইনাল খেলতে চলেছে, তাতে অনেকটাই অবদান বেন স্টোকসের। একটা ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। আবার পাশাপাশি প্রতিযোগিতায় নিয়েছেন এক ডজন উইকেট। এখন অবশ্য তিনি চলে গিয়েছেন দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে। তারপরই নিজেদের দেশে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি।

আরও পড়ুন ফের একবার হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন শাহিদ আফ্রিদি

দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স তিন ম্যাচের একদিনের সিরিজের আগে বলে দিচ্ছেন, আইপিএলে বেন স্টোকস নিজের খেলাকে পরের লেভেলে নিয়ে গিয়েছেন। এবি-র কথায়, 'আইপিএলে গিয়ে অনেককেই দেখি, নিজের পারফরম্যান্স হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছে। আবার কিছু ক্রিকেটার নিজের খেলাকে পরের লেভেলে নিয়ে যায়। বেন স্টোকস তেমনই। আমি ইমরান তাহিরকেও দেখলাম, নেটে কীসব নতুন নতুন কায়দার বোলিং করছে। ওরা সত্যিই আইপিএল খেলে নিজেদের খেলাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।'

আরও পড়ুন  আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল ভারত

.