ম্যান ইউকে হারিয়ে ইপিএলে শীর্ষে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ে আরও একধাপ এগোল চেলসি। ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে খেতাবের আরও কাছাকাছি পৌছে গেল ব্লুজ-রা। প্রথমার্ধে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন ইডেন হ্যাজার্ড। অস্কারের পাস থেকে দুরন্ত গোল করে যান বেলজিয়ামের এই তারকা ফুটবলার। হারলেও খারাপ খেলেনি ম্যান ইউ। দুই অর্ধেই গোলের অনেক সুযোগ পেয়েছিল ভ্যান গলের দল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি ফ্যালকাও, রুনিরা। এই জয়ের ফলে লিগ শীর্ষে ১০ পয়েন্টে এগিয়ে থাকল মোরিনহোর দল। আর ৬ পয়েন্ট পেলেই ২০১০ পর ইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে চেলসি। অন্যদিকে পরবর্তী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশগ্রহণ করাই এখন টার্গেট ম্যান ইউয়ের।

Updated By: Apr 19, 2015, 10:36 PM IST
ম্যান ইউকে হারিয়ে ইপিএলে শীর্ষে চেলসি

ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি দৌড়ে আরও একধাপ এগোল চেলসি। ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে খেতাবের আরও কাছাকাছি পৌছে গেল ব্লুজ-রা। প্রথমার্ধে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন ইডেন হ্যাজার্ড। অস্কারের পাস থেকে দুরন্ত গোল করে যান বেলজিয়ামের এই তারকা ফুটবলার। হারলেও খারাপ খেলেনি ম্যান ইউ। দুই অর্ধেই গোলের অনেক সুযোগ পেয়েছিল ভ্যান গলের দল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি ফ্যালকাও, রুনিরা। এই জয়ের ফলে লিগ শীর্ষে ১০ পয়েন্টে এগিয়ে থাকল মোরিনহোর দল। আর ৬ পয়েন্ট পেলেই ২০১০ পর ইপিএল চ্যাম্পিয়ন হয়ে যাবে চেলসি। অন্যদিকে পরবর্তী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি অংশগ্রহণ করাই এখন টার্গেট ম্যান ইউয়ের।

 

.