কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

ম্যাজিকাল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে মরশুমের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে দিল কোপা দেল রে চ্যাম্পিয়ন ক্যাটালিয়ান্সরা। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে নামার আগে ঘরোয়া ট্রফি ঘরে তুলল বার্সা। লুই এনরিকে জমানায় চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতলেন মেসি, নেইমাররা। ফুটবল যুবরাজের জোড়া গোলের সাহায্যে চ্যাম্পিয়ন বার্সেলোনা। খেলা শুরুর ২০ মিনিটে মেসির প্রথম গোলটা এই মরশুমে তার করা অন্যতম সেরা গোল হয়ে থাকবে। ডানদিক থেকে বল নিয়ে চার ডিফেন্ডারকে শুধুমাত্র গতি ও পায়ের জাদুতে তছনছ করে গোল করে যান মেসি। এর ১০ মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্টার নেইমার। ম্যাচের চুয়াত্তর মিনিটে দলের তৃতীয় গোলটি করে ট্রফি নিশ্চিত করেন মেসি। শেষদিকে বিলবাওয়ের হয়ে একটি গোল করেন ইনাকি উইলিয়ামস। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর ন্যু ক্যাম্পে শেষবারের মতো বার্সার কিংবদন্তী ফুটবলার জাভিকে খেলার সুযোগ দেন এনরিকে। তবে সবাইয়ে ছাপিয়ে গেলেন সেই মেসি। 

Updated By: May 31, 2015, 09:20 PM IST
কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা

ব্যুরো: ম্যাজিকাল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে মরশুমের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে দিল কোপা দেল রে চ্যাম্পিয়ন ক্যাটালিয়ান্সরা। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে নামার আগে ঘরোয়া ট্রফি ঘরে তুলল বার্সা। লুই এনরিকে জমানায় চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতলেন মেসি, নেইমাররা। ফুটবল যুবরাজের জোড়া গোলের সাহায্যে চ্যাম্পিয়ন বার্সেলোনা। খেলা শুরুর ২০ মিনিটে মেসির প্রথম গোলটা এই মরশুমে তার করা অন্যতম সেরা গোল হয়ে থাকবে। ডানদিক থেকে বল নিয়ে চার ডিফেন্ডারকে শুধুমাত্র গতি ও পায়ের জাদুতে তছনছ করে গোল করে যান মেসি। এর ১০ মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্টার নেইমার। ম্যাচের চুয়াত্তর মিনিটে দলের তৃতীয় গোলটি করে ট্রফি নিশ্চিত করেন মেসি। শেষদিকে বিলবাওয়ের হয়ে একটি গোল করেন ইনাকি উইলিয়ামস। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর ন্যু ক্যাম্পে শেষবারের মতো বার্সার কিংবদন্তী ফুটবলার জাভিকে খেলার সুযোগ দেন এনরিকে। তবে সবাইয়ে ছাপিয়ে গেলেন সেই মেসি। 

.