Cristiano Ronaldo: এল ৮৭৫ নম্বর গোল, পিছনে ফেললেন মেসিকে, বছরের প্রথম Siu...

Cristiano Ronaldo Overtakes Lionel Messi in Terms of Non-Penalty Career Goals: সাপলুডো খেলায় ফের একবার এগিয়ে গেলেন সিআর সেভেন। পিছিয়ে পড়লেন লিয়োনেল মেসি!

Updated By: Feb 18, 2024, 08:16 PM IST
Cristiano Ronaldo: এল ৮৭৫ নম্বর গোল, পিছনে ফেললেন মেসিকে, বছরের প্রথম Siu...
গোলের পর সেলিব্রেশনে মাতোয়ারা রোনাল্ডো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে সেরা, লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? বিগত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ কেউ এলএমটেনকে (LM10) এগিয়ে রেখেছেন, কেউকেউ বেছে নিয়েছেন সিআরসেভেনকে (CR7)। তবে সর্বকালের অন্য়তম দুই শ্রেষ্ঠ ফুটবলার নিজের গুণেই কিংবদন্তি। রেকর্ডের কথা বললে, একে অপরকে ছাপিয়ে যাওয়ার সাপলুডো খেলায় মেতে রয়েছেন। কখনও মেসি আগে তো কখনও রোনাল্ডো। তবে এবার রোনাল্ডো পিছনে ফেলে দিলেন মেসিকে। 

আরও পড়ুন: Pranati Nayak: তৃতীয় ভারতীয় হিসেবে রেকর্ড বঙ্গকন্যা, ভাসলেন আবেগি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তায়

সৌদি প্রো লিগে আল-নাসের ২-১ গোলে হারিয়েছে আল-ফতেহকে। ১৭ মিনিটেই রোনাল্ডোর গোলে এগিয়ে যায় তাঁর টিম। ১০ গজ দূর থেকে পর্তুগিজ জাদুকরের পা থেকে বুলেট শট ধেয়ে আসে। এরপর সালেম আল-নাজদি ২৯ মিনিটে আল-ফতেহকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭২ মিনিটে ওটাভিয়োর গোলই আল-নাসেরকে জিতিয়ে দেয়। খেলার শুরুতেই রোনাল্ডোর গোলে লেখা হয়ে যায় ইতিহাস। 

রোনাল্ডো তাঁর কেরিয়ারে ৮৭৫ নম্বর গোলটি করেন আল-ফতেহর বিরুদ্ধে। মেসি তাঁর কেরিয়ারে করেছেন ৮২১ গোল। রোনাল্ডো এগিয়ে ৫০ গোলে। তবে নন-পেনাল্টি গোলের ক্ষেত্রে দুই মহানক্ষত্রেরই গোলসংখ্য়া ছিল ৭১৩। রোনাল্ডোর এখন সেই গোল হয়ে গেল ৭১৪। যার মধ্য়ে ১৬৮টি গোলই রোনাল্ডো করেছেন বাঁ-পায়ে! রোনাল্ডো বুঝিয়ে দেন যে, খেলাটা দু'পা দিয়েই হয়। কোনও এক পায়ের কিংবদন্তি নন তিনি।

রোনাল্ডো ১৬১টি গোল করেছেন পেনাল্টি থেকে। যেখানে মেসির পেনাল্টি থেকে করা গোলের সংখ্যা ১০৮টি। ক্লাব জার্সিতে রোনাল্ডোর মোট গোল ৭৪৭টি আর মেসির ৭১৫টি। দেশের জার্সিতে রোনাল্ডো করেছেন ১২৮ গোল। সেখানে মেসি করেছেন ১০৬টি গোল। চলতি বছর সৌদি প্রো লিগে সিআর সেভেন এটা প্রথম গোল করলেন। গত ডিসেম্বেরের পর প্রো লিগে আল নাসরেরও এটাই ছিল প্রথম ম্যাচ।

আরও পড়ুন: Badminton Asia Team championships: করে দেখালেন সিন্ধুরা, ইতিহাস লিখল ভারত, গর্ব করছে দেশ

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.