বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী বেকহ্যামের

প্রথম ম্যাচে নিজের দলের খেলা দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছেন বেকহ্যাম।

Updated By: Jun 21, 2018, 01:29 PM IST
বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী বেকহ্যামের

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ড ফুটবলের চর্চা গোটা বিশ্বজুড়ে। ইংলিশ প্রিমিয়র লিগে ভাল পারফর্ম করা ফুটবলাররা বিশ্ব ফুটবলে আলাদা কদর পান। তার পরও বিশ্বকাপে ইংল্যান্ড যেন 'বড় নাম' হয়ে উঠতে পারে না। ২০০৬ বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল ডেভিড বেকহ্যামের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। আর তাদের বিশ্বকাপ জয় হয়েছিল সেই ১৯৬৬-তে।

আরও পড়ুন-  মেসিকে সমর্থন করুন, আর্তি মারাদোনার

তিউনিসিয়াকে হারিয়ে ইংলান্ডের রাশিয়া বিশ্বকাপ অভিযানের শুরুটা খারাপ হয়নি। প্রথম ম্যাচে নিজের দলের খেলা দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছেন বেকহ্যাম। বলছেন, ''ইংল্যান্ডের এই দলটা কমবয়সীদের নিয়ে গড়া। দলে তেমন অভিজ্ঞ ফুটবলার নেই। তবে টিমটার প্লেয়িং স্টাইল ভাল। নিজের দল বলে বলছি না, ইংল্যান্ডকে আমি রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দেখছি। তবে টুর্নামেন্টে এখনও অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে। কাজটা সহজ নয়।''

আরও পড়ুন-  ফুটবল যুবরাজের জন্য এই বার্তাই দিলেন মেসি-পত্নী

বেকহ্যাম এই মুহূর্তে চিনে রয়েছেন। একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সেখানে গিয়েছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে কাদের দেখবেন বলে আশা করছেন? এমনই প্রশ্ন করায় ফ্রি-কিক স্পেশালিস্ট জানান, ''আমার মনে হচ্ছে, আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনাল হবে। নিজের দেশের জন্য আমার অগাধ ভালবাসা। তাই পক্ষপাতিত্ব করেই বলছি, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে ভাল পারফর্ম করতে পারেনি ঠিকই। তবে ওরা কিন্তু ভালরকম প্রস্তুতি নিয়েই নেমেছে। আর্জেন্টিনা দলটায় প্রচুর অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তার থেকেও বড় কথা, ওদের মেসি রয়েছে।''

.