স্বপ্নের ফাইনাল জিতলেন `প্রিন্স অফ সার্বিয়া`

অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনালের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক। ছয় ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে পুরুষদের সিঙ্গলস খেতাব ধরে রাখলেন বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচ।

Updated By: Jan 29, 2012, 09:03 PM IST

অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনালের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক। ছয় ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে পুরুষদের সিঙ্গলস খেতাব ধরে রাখলেন বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচ।
ফাইনালে বিশ্বের এক নম্বরের সঙ্গে দু নম্বরের লড়াই। `মেগা ম্যাচ` এর উত্তেজনার মঞ্চ তৈরিই ছিলও। ফাইনালে সবাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন। এরপরেও, সব প্রত্যাশাকে ছাপিয়ে গেল জোকোভিচ-নাদালের দ্বৈরথ। রবিবারের ফাইনাল মনে করিয়ে দিচ্ছিল কয়েক বছর আগে উইম্বলডনে নাদাল বনাম ফেডেরারের মেগা ফাইনালকে।
আজকের ম্যাচের প্রথম সেটে নাদাল টাইব্রেকারে জেতার পর, দ্বিতীয় আর তৃতীয় সেট জিতে দারুণভাবে ম্যাচে ফেরেন জোকোভিচ। চতুর্থ সেট নাদাল টাইব্রেকারে জিতে ম্যাচ জমিয়ে দেন নাদাল। পঞ্চম সেটে বুদ্ধিদীপ্ত টেনিস আর অপ্রতিরোধ্য মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচের শেষ হাসি হাসেন বিশ্বের এক নম্বর জোকোভিচ।
এই নিয়ে তিনবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা। জোকোভিচের কেরিয়ারে এটি পঞ্চম গ্র্যান্ডস্লাম।

.