বিশ্বকাপার ডোয়াইট ইয়র্কের কথা শুনে অবাক সৌরভ

ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে চান প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ডোয়াইট ইয়র্ক। আইএসএলে কোচ হিসাবে কাজ করতে চান তিনি। এখনও একদা সতীর্থ কর্নেল গ্লেনের খোঁজ রাখেন ইয়র্ক। 

Updated By: Jul 28, 2016, 08:56 AM IST
বিশ্বকাপার ডোয়াইট ইয়র্কের কথা শুনে অবাক সৌরভ

ব্যুরো: ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে চান প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ডোয়াইট ইয়র্ক। আইএসএলে কোচ হিসাবে কাজ করতে চান তিনি। এখনও একদা সতীর্থ কর্নেল গ্লেনের খোঁজ রাখেন ইয়র্ক। 

এক ঝলক দেখলে বোঝার উপায় নেই যে তাঁর বয়স ৪০ পেরিয়েছে। এখনও যেন আরামসে ম্যাচ খেলে দিতে পারেন। তিনি ডোয়াইট ইয়র্ক। এর আগে তিন-চারবার ভারতে এলেও এটাই প্রথম কলকাতা সফর ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকারের। ফার্গুসন জমানায় ইপিএলের বিখ্যাত ক্লাবে যোগ দিয়েই ত্রিমুকুট জিতেছিলেন। চোখ বুজলে এখনও মনে পড়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে সেই বিখ্যাত ম্যাচ। তবে অতীত নয়, বর্তমানেই বাঁচতে চান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর এই বিশ্বকাপার। কোচিংয়ে ফিরতে চান একটা সময় দেশের সহকারি ম্যানেজার হিসাবে কাজ করা ইয়র্ক। আইএসএলে কোচ হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করে গেলেন তিনি।

ফুটবলের পর ক্রিকেটই তাঁর প্রথম পছন্দ। আইএসএলে কলকাতা দলের অন্যতম কর্ণধার সৌরভ শুনে কিছুটা অবাক হলেন। তবে জার্মানি নিশ্বকাপে তাঁর সতীর্থ কর্নেল গ্লেন গত মরসুমে কলকাতায় খেলে গেছেন শুনে এতটুকু অবাক হলেন না। বরং হাফ ভলিতে গোল করার মতই ইয়র্ক বলছেন, তাঁর দলের সতীর্থদের সব খবর রাখেন। সময়টা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তবে ইয়র্কের আশা মোরিনহোর হাত ধরে চেনা আগ্রাসী মানসিকতা ফিরবে রেড ডেভিলদের।

.