যুবভারতীতে চিলিকে উড়িয়ে দিল ইংরেজরা
ওয়েব ডেস্ক: যুবভারতীতে ইতিহাস! হয়ে গেল 'বিশ্বকাপ'-এর প্রথম ম্যাচ। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বল গড়ালো যুবভারতীতেও। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু তো হয়েছিল ৬ অক্টোবর। কিন্তু, যুবভারতীতে প্রথম বল গড়াল রবিবার ৮ অক্টোবর। আর প্রথম ম্যাচেই চিলিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল ইংল্যান্ড।
আরও পড়ুন যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা
রবিবার ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথাতেই ইংল্যান্ডকে এগিয়ে দেয় হাডসন। এই ইংল্যান্ড দলের সবথেকে তারকা ফুটবলার ধরা হচ্ছে যাকে, সেই স্যাঞ্চোও হতাশ করেনি কলকাতার এবং ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের। ম্যাচের ৫১ এবং ৬০ মিনিটে দুটো গোল করে সে। আর ম্যাচের ৮১ মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় গোমস। প্রথম ম্যাচে জয় পেয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরুটা ভালই করল ইংরেজরা।