এবার করোনায় আক্রান্ত বাংলার এই ক্রিকেটার!

বৃহস্পতিবার রাতে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Updated By: May 29, 2020, 06:05 PM IST
এবার করোনায় আক্রান্ত বাংলার এই ক্রিকেটার!

নিজস্ব প্রতিবেদন: এবার বাংলার ক্রিকেটে থাবা বসাল করোনা। করোনা ভাইরাসে আক্রান্ত সিএবি নির্বাচক তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন শর্মা। এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। পেট খারাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাগরময় সেন শর্মার স্ত্রী। সেইসময় করোনা পরীক্ষা করার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সাগরময় সেন শর্মা এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট করা হয়। সাগরময় সেন শর্মার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

 

বৃহস্পতিবার রাতে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। বাংলার প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার রাতেই যোগাযোগ করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সাগরময় সেন শর্মার স্ত্রীর অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিল সিএবি। এবার তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

আরও পড়ুন -শাহিদ আফ্রিদির খৈনি সেবনের ভিডিয়ো TikTok-এ ভাইরাল, ঠাট্টা চলছে

.