ফুটবলের অস্কারে সেরারা

ফুটবল বিশ্বের `অস্কার` হিসাবে পরিচিত ফিফা ব্যালন ডি`ওর পুরস্কার হয়ে গেল সোমবার। জুরিখে ফুটবলের এই অস্কার পুরস্কারে কারা জয়ের হাসি হাসলেন। কারাই বা হারলেন সেই নিয়ে এই প্রতিবেদন--

Updated By: Jan 8, 2013, 05:10 PM IST

ফুটবল বিশ্বের `অস্কার` হিসাবে পরিচিত ফিফা ব্যালন ডি`ওর পুরস্কার হয়ে গেল সোমবার। জুরিখে ফুটবলের এই অস্কার পুরস্কারে কারা জয়ের হাসি হাসলেন। কারাই বা হারলেন সেই নিয়ে এই প্রতিবেদন--

বর্ষসেরা ফুটবলার (পুরুষ)-- লিওনেল মেসি (আর্জেন্টিনা)

কাদের হারালেন--
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)

কে কত শতাংশ ভোটে পেলেন--

মেসি (৪০%), রোনাল্ডো (২৩.৬৮%), ইনিয়েস্তা (১০.৯১%)

বর্ষসেরা কোচ (পুরুষ)-- ভিনসেন্ট দেল বস্কি
কাদের হারালেন-- জোস মরিনহো (পর্তুগাল), পেপ গুয়ার্দিওলা (স্পেন)
কে কত শতাংশ ভোট পেলেন-- ডেল বস্কি ( ৩৪.৫১%), হোসে মরিনহো (২০.৪৯%), পেপ গুয়ার্দিওলা (১২.৯১%)

বর্ষসেরা ফুটবলার (মহিলা)-- অ্যাবি ওয়ামবাচ (আমেরিকা)
কাদের হারালেন--মার্তা (ব্রাজিল), আলেক্স মরগ্যান (আমেরিকা)

কে কত শতাংশ ভোট পেলেন-
- ওয়ামবাচ (২০.৬৭%), মার্তা (১৩.৫০%), মরগ্যান (১০.৬৭%)

বর্ষসেরা একাদশ-- ইকর ক্যাসিয়াস, ড্যানিয়েল আলভেস, জেরার্ড পিকে, সার্জিও রামোস, মার্সেলো, জাবি আলেন্সো (রিয়াল মাদ্রিদ), জাবি (বার্সেলোনা), ইনিয়েস্তা,মেসি, রাদেমেল ফালকাও (কলম্বিয়া), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বর্ষসেরা কোচ (মহিলা)-- পিয়া সুন্দহেগে
বছরের সেরা গোলদাতা (ফ্রাঙ্ক পুসকাস অ্যাওয়ার্ড)-- মাইরোস্লাভ স্টোচ

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড--
উজবেকিস্তান ফুটবল ফেডারেশন

.