শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি

কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে

Updated By: Jul 4, 2018, 08:59 AM IST
শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি

নিজস্ব প্রতিবেদন : গ্রুপ পর্বের লড়াই শেষ। আটটি গ্রুপের ৩২টি দলের মধ্যে থেকে বিদায় নিয়েছে ১৬টি দেশ। আর বাকি ১৬টি দল এবার মুখোমুখি হবে শেষ ষোলোর লড়াইয়ে। ৩০ জুন থেকে শুরু প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম দিনই মাঠে নামছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  

আরও পড়ুন - হেরেও কম 'কার্ড' দেখায় শেষ ষোলোয় জাপান

ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা আর পর্তুগালের সামনে উরুগুয়ে। শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ব্রাজিল, স্পেনের মুখোমুখি রাশিয়া আর ইংল্যান্ডের সামনে কলম্বিয়া।  কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন ভারতীয় সময়ে:

 

      শেষ ষোলোর লড়াই
 দিনক্ষণ       মুখোমুখি     ভেন্যু     সময়
 ৩০ জুন, শনিবার ফ্রান্স বনাম আর্জেন্টিনা কাজান সন্ধে ৭.৩০
 ৩০ জুন, শনিবার উরুগুয়ে বনাম পর্তুগাল   সোচি   রাত ১১.৩০
১ জুলাই, রবিবার স্পেন বনাম রাশিয়া মস্কো সন্ধে ৭.৩০
১ জুলাই, রবিবার ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক নিজনি নভগরদ রাত ১১.৩০
২ জুলাই, সোমবার ব্রাজিল বনাম মেক্সিকো সামারা সন্ধে ৭.৩০
২ জুলাই, সোমবার বেলজিয়াম বনাম জাপান রোস্তভ রাত ১১.৩০
৩ জুলাই, মঙ্গলবার সুইডেন বনাম সুইত্জারল্যান্ড সেন্ট পিটার্সবার্গ  সন্ধে ৭.৩০
৩ জুলাই, মঙ্গলবার কলম্বিয়া বনাম ইংল্যান্ড  মস্কো     রাত ১১.৩০

 

.