ঘুম ভাঙলো আগ্নেয়গিরির, বিশ্বকাপে প্রথম দ্বিশতরানের বিশ্বরেকর্ড গেইলের

জিম্বাবোয়ের বিরুদ্ধে ঝলসে উঠলেন ক্যারিবিয়ান আগ্নেয়গিরি ক্রিস গেইল। দু'বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন ক্রিস গেইল।

Updated By: Feb 24, 2015, 04:46 PM IST
ঘুম ভাঙলো আগ্নেয়গিরির, বিশ্বকাপে প্রথম দ্বিশতরানের বিশ্বরেকর্ড গেইলের

ওয়েব ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে ঝলসে উঠলেন ক্যারিবিয়ান আগ্নেয়গিরি ক্রিস গেইল। দু'বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন ক্রিস গেইল। তাঁর ব্যাট যখন চলতে শুরু করে তখন তো তার খুব সহযে থেমে যায় না। আজ ক্রিকেট বিশ্বের বহু প্রচলিত এই 'মিথ'-এর সত্যতা টের পেল জিম্বাবোয়ে।  ১৫ টি ছয় আর ৮ টি চারে সাজানো ছিল গেইলের ১৪৭ বলে ২১৫ রানের ইনিংসটি।  
 
অস্ট্রেলিয়ার ওভালে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে খেলায় টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। ওপেনিং-এ ক্রিস গেইল ও ডোয়েন স্মিথ জুটি ব্যার্থ হয়। ২ বলে শূন্য রান করে ২২ গজ ছাড়েন  স্মিথ। তিনে ব্যাট করতে আসেন মার্লন স্যামুয়েলস।

প্রথমে ধীরে চলো নীতি নিলেও, পরে ঝড়ের গতিতে তাণ্ডব শুরু করেন ক্রিস গেইল ও মার্লন স্যামুয়েলস। গেইলের ২১৫ ও স্যামুয়েলসের ১৩৩ রানে ভড় করে তৃতীয় উইকেটে ৩৭২ রানের আকাশ ছোঁয়া পার্টনারশিপ গড়ে তোলেন ক্যারিবিয়ানরা।  

নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট খুইয়ে ক্যারাবিয়ানদের স্কোর ৩৭২।

জিম্বাবোয়ের হয়ে ১ টি করে উইকেট পান মাসাকাদজা ও পানায়ানগারা।

.