রাশিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মানি ও ইংল্যান্ড

Updated By: Oct 8, 2017, 12:00 PM IST
রাশিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মানি ও ইংল্যান্ড

ওয়েব ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি ও ইংল্যান্ড। বৃহস্পতিবার যোগ্যতা নির্নায়ক পর্বের ম্যাচে  তিন-এক গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় জোয়াকিম লো-র ছেলেরা। জার্মানির হয়ে গোল করেন সেবাস্তিয়ান রুডি,স্যান্ড্রো ওয়েঙ্গার ও কিমিচ। উল্টোদিকে ইংল্যান্ড স্লোভানিয়াকে এক-শূন্য গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয়। ইংল্যান্ডের পক্ষে গোল করেন অধিনায়ক হ্যারি কেন।

আরও পড়ুন কোচিতে শনিবার যুব বিশ্বকাপের মহারণ, মুখোমুখি ব্রাজিল এবং স্পেন

অন্যদিকে, পোল্যান্ডের বড় জয়ের দিন হ্যাটট্রিক করার পাশাপাশি নজির গড়লেন রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে আর্মেনিয়াকে ছয়-এক গোলে হারিয়ে দেয় পোল্যান্ড। দুই অর্ধ মিলিয়ে হ্যাটট্রিক করে দেশের হয়ে আটচল্লিশটি গোল করা হয়ে গেল এই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের। পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা লুবানস্কিকে ছুঁয়ে ফেললেন লেওনডস্কি। একই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে পনেরোটি গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন তিনি। গ্রুপ লিগে আরও একটা ম্যাচ বাকি পোল্যান্ডের। এক পয়েন্ট পেলেই রাশিয়া বিশ্বকাপে খেলতে সরাসরি ছাড়পত্র পেয়ে যাবে পোল্যান্ড।

আরও পড়ুন  জয় দিয়েই যুব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ঘানা

.