বিশ্বকাপ: ফেডারেশনকে ছাড়পত্র দিল কেন্দ্র

ভারতে অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরালো হল। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বিশ্বকাপের জন্য বিড করার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আসলে বিড করতে গেলে ফিফাকে বিভিন্ন বিষয়ে গ্যারান্টি দিতে হয় সরকারকে। কর ছাড়, নিরাপত্তা, ফুটবলারদের আসা-যাওয়া এবং থাকা, ভিসা সংক্রান্ত বিষয়গুলিতে সরকারের গ্যারান্টি লাগে। এদিন ক্যাবিনেটের বৈঠকে সর্বসম্মত ভাবে ফেডারেশনকে এই গ্যারান্টি দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।

Updated By: Jun 13, 2013, 06:15 PM IST

ভারতে অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরালো হল। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে বিশ্বকাপের জন্য বিড করার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আসলে বিড করতে গেলে ফিফাকে বিভিন্ন বিষয়ে গ্যারান্টি দিতে হয় সরকারকে। কর ছাড়, নিরাপত্তা, ফুটবলারদের আসা-যাওয়া এবং থাকা, ভিসা সংক্রান্ত বিষয়গুলিতে সরকারের গ্যারান্টি লাগে। এদিন ক্যাবিনেটের বৈঠকে সর্বসম্মত ভাবে ফেডারেশনকে এই গ্যারান্টি দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।
দায়িত্ব পেলে পাঁচটি জায়গায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা ভাবনাচিন্তা করছে এআইএফএফ। এই পাঁচটি জায়গা হল কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, ব্যাঙ্গালোর এবং কেরল। যৌথভাবে ফিফা এবং এআইএফএফ মিলে বিশ্বকাপের খরচ বহন করবে। ভারত ছাড়া বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিড করার কথা। সেপ্টেম্বরের মধ্যে বিড জমা দিতে হবে ভারতকে। ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফা।

.