হিডিঙ্কেই ভরসা রেখে অন্তর্বতী কোচের ঘোষণা চেলসির

চেলসির নতুন কোচ হলেন গুস হিডিঙ্ক। শনিবার ইপিএলে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার দেড় ঘণ্টা আগে মোরিনহোর উত্তরসূরি বেছে নিল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য বৃহস্পতিবারই স্পেশাল ওয়ানকে সরিয়ে দেয় চেলসি। মোরিনহোর জায়গায় দিয়েগো কোস্তাদের দায়িত্ব নেওয়ার জন্য হিডিঙ্কই ফেভারিট ছিলেন।

Updated By: Dec 19, 2015, 08:58 PM IST
হিডিঙ্কেই ভরসা রেখে অন্তর্বতী কোচের ঘোষণা চেলসির

ওয়েব ডেস্ক: চেলসির নতুন কোচ হলেন গুস হিডিঙ্ক। শনিবার ইপিএলে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার দেড় ঘণ্টা আগে মোরিনহোর উত্তরসূরি বেছে নিল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য বৃহস্পতিবারই স্পেশাল ওয়ানকে সরিয়ে দেয় চেলসি। মোরিনহোর জায়গায় দিয়েগো কোস্তাদের দায়িত্ব নেওয়ার জন্য হিডিঙ্কই ফেভারিট ছিলেন।

শুক্রবারই লন্ডন পৌছে যান তিনি। শনিবার তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করা হয়। এর আগেও একবার অল্প সময়ের চেলসির দায়িত্ব সামলেছেন হিডিঙ্ক। সেবার ইপিএলে চেলসি কোচ হিসাবে তেরোটির মধ্যে এগারোটি ম্যাচ জিতেছিলেন তিনি । আপাতত চলতি মরসুমের শেষ পর্যন্ত চেলসির দায়িত্বে থাকবেন ডাচ কোচ।

.