এবারের আইপিএলে চার ম্যাচে হরভজন সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ ভাল

তিনি হরভজন সিং। এ দেশের সর্বকালের সেরা স্পিনারদের তালিকা করলে, নিশ্চয়ই জায়গা করে নেবেন সবসময়। কিন্তু, সেই হরভজন সিং এভান ভারতীয় দল থেকে অনেকদূরে। উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন থেকে রবীন্দ্র জাদেজা। এঁরা দুজনই এখন ভারতের সেরা স্পিন অস্ত্র। উঠে এসেছেন কূলদীপ যাদব, জয়ন্ত যাদবদের মতো তরুণ স্পিনাররা। নতুনরা যতই উঠে আসুন। এবারের আইপিএলেও বুড়ো হাতে খানিকটা ভেল্কিই দেখাচ্ছেন বর্ষীয়ান স্পিনার হরভজন সিং। এবারের আইপিএলে এই নিয়ে চারটি ম্যাচে বল করলেন ভাজ্জি। তাঁর বোলিং পরিসংখ্যান চার ম্যাচে এরকম -

Updated By: Apr 16, 2017, 06:09 PM IST
এবারের আইপিএলে চার ম্যাচে হরভজন সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ ভাল

ওয়েব ডেস্ক: তিনি হরভজন সিং। এ দেশের সর্বকালের সেরা স্পিনারদের তালিকা করলে, নিশ্চয়ই জায়গা করে নেবেন সবসময়। কিন্তু, সেই হরভজন সিং এভান ভারতীয় দল থেকে অনেকদূরে। উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন থেকে রবীন্দ্র জাদেজা। এঁরা দুজনই এখন ভারতের সেরা স্পিন অস্ত্র। উঠে এসেছেন কূলদীপ যাদব, জয়ন্ত যাদবদের মতো তরুণ স্পিনাররা। নতুনরা যতই উঠে আসুন। এবারের আইপিএলেও বুড়ো হাতে খানিকটা ভেল্কিই দেখাচ্ছেন বর্ষীয়ান স্পিনার হরভজন সিং। এবারের আইপিএলে এই নিয়ে চারটি ম্যাচে বল করলেন ভাজ্জি। তাঁর বোলিং পরিসংখ্যান চার ম্যাচে এরকম -

আরও পড়ুন সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ঘরের মাঠে টানা দুই ম্যাচ জয় KKR-এর

৪-০-২৭-০
৪-০-২৩-২
৪-০-২৩-০
৪-০-২২-১

কী মনে হচ্ছে? আইপিএলের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের মাঝে হরভজন সিংয়ের বোলিং পারফরম্যান্স কিন্তু মোটেই খারাপ নয়। বরং, বেশ ভালোই। তাহলে কি হরভজন সিংকে অদূর ভবিষ্যতে ফের দেখা যাবে ভারতীয় দলে? উত্তর যে সময়ই বলবে। তবে, সবার আগে এই পারফরম্যান্সই হরভজন সিংকে ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে গোটা আইপিএলেই।

আরও পড়ুন  নিজের মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্য বলিউডের দুই অভিনেত্রীকে প্রস্তাব দেবেন আন্দ্রে রাসেল

 

.