নজির গড়লেন ভারতের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর!

নজির গড়লেন ভারতের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতের এই অলরাউন্ডার। মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে হরমনপ্রীতকে। লিগে সিডনি থান্ডারের হয়ে খেলবেন তাঁকে। হরমনপ্রীতের দাবি তাঁর কাছে তিনটি দল থেকে প্রস্তাব এসেছিল। যেহেতু সিডনি থান্ডার্স গতবারের চ্যাম্পিয়ন তাই সেই দলকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন হরমনপ্রীত।

Updated By: Jul 31, 2016, 08:38 PM IST
নজির গড়লেন ভারতের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর!

ওয়েব ডেস্ক: নজির গড়লেন ভারতের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতের এই অলরাউন্ডার। মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে হরমনপ্রীতকে। লিগে সিডনি থান্ডারের হয়ে খেলবেন তাঁকে। হরমনপ্রীতের দাবি তাঁর কাছে তিনটি দল থেকে প্রস্তাব এসেছিল। যেহেতু সিডনি থান্ডার্স গতবারের চ্যাম্পিয়ন তাই সেই দলকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন হরমনপ্রীত।

আরও পড়ুন সিল্ক কিংবা বিদ্যা বালানেরই যেন, বাস্তব জীবন বলিউডের এই অভিনেত্রীর

বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে একটি দল। সিডনি থান্ডার্সে হরমনপ্রীত ছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্টেফানি টেলর।

আরও পড়ুন  কোপার আমেরিকার ফাইনালের পর প্রথমবার ম্যাচ খেললেন লিওনেল মেসি

.