টেনিস বলে ক্রিকেট খেলেই ছক্কা মারার অভ্যাস রপ্ত করেছেন কেদার

পুণেতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম শতরান করেন কেদার যাদব। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন বিরাট কোহলির সঙ্গে ব্যাট করার ফলেই তার ব্যাটিংয়ের কাজটি সহজ হয়ে গিয়েছিল। কটক ম্যাচের আগে নিজেকে এইভাবেই মোটিভেট করলেন কেদার। আরও পড়ুন- আমেদাবাদে তৈরি হচ্ছে 'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ, খরচ ৭০০ কোটি 

Updated By: Jan 19, 2017, 09:06 AM IST
 টেনিস বলে ক্রিকেট খেলেই ছক্কা মারার অভ্যাস রপ্ত করেছেন কেদার

ব্যুরো: পুণেতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে পঞ্চম দ্রুততম শতরান করেন কেদার যাদব। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন বিরাট কোহলির সঙ্গে ব্যাট করার ফলেই তার ব্যাটিংয়ের কাজটি সহজ হয়ে গিয়েছিল। কটক ম্যাচের আগে নিজেকে এইভাবেই মোটিভেট করলেন কেদার। আরও পড়ুন- আমেদাবাদে তৈরি হচ্ছে 'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ, খরচ ৭০০ কোটি 

               
চাপের মধ্যে তুলে ছক্কা মারার অভ্যাসটি অবশ্য কেদার রপ্ত করেছিলেন টেনিস বলে খেলার সূত্রেই। তার দাবি বারবাটির ২২ গজের চরিত্র যদি পুণের মত হয় তাহলে একই ছন্দে তাকে পাওয়া যাবে।

 

 

.