কী করে কুলদীপের স্পিন সামলালেন রুট, বলে দিলেন শচীন

রুট ছাড়া আর কোনও ব্রিটিশ ব্যাটসম্যান কুলদীপকে এতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারেননি।

Updated By: Jul 21, 2018, 09:28 PM IST
কী করে কুলদীপের স্পিন সামলালেন রুট, বলে দিলেন শচীন

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় চায়নাম্যানকে সামলাতে বিশ্বের তাবর ব্যাটসম্যানরা যখন হিমশিম খাচ্ছেন, জো রুট অবলীলায় তাঁকে খেলে দিলেন। কুলদীব যাদব কতটা ভয়ঙ্কর তা যেন রুট বুঝতেই দিলেন না। একদিনের সিরিজে ভারতীয় স্পিন অ্যাটাককে নাজেহাল করে ছেড়েছেন রুট। কুলদীপ, চাহ্বলকে সামলাতেও আহামরি বেগ পেতে হয়নি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ককে। কারণটা কী?

আরও পড়ুন-  বিরাটকে রুখবেন কী করে, প্রকাশ্যে বলে ফেললেন স্টুয়ার্ট ব্রড

টেস্ট সিরিজে ভারতের জন্য কেমন উইকেট অপেক্ষা করছে এখনই বলা মুশকিল। তবে যদি উইকেটে একটুও শুকনো ভাব থাকে তা হলে কুলদাপ-চাহ্বল জুটি ভারতকে ভরসা জুগিয়ে যেতে পারে। এমনই মনে করছেন শচীন তেণ্ডুলকর। আর কুলদীপকে সামলাতে জো রুট কেমন স্ট্র্যাটেজি নিয়েছিলেন তাও বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার। শচীন বলছিলেন, ''টিভিতে দেখে যতটা বুঝলাম, কুলদীপের হাতের নড়াচড়া দেখে ওকে সামলানোর স্ট্র্যাটেজি ঠিক করছে রুট। কুলদীপের আসল রহস্য ওর হাতেই। যেহেতু ও রিস্ট স্পিনার। কুলদীপ একবার বল ল্যান্ড করালে বিশ্বের অনেক বড় বড় ব্যাটসম্যানও ওকে সামলাতে হিমশিম খেয়ে যায়। সেখানে রুট ওকে একটু দেরিতে খেলছে। আসলে ওর রিস্ট পজিশন দেখে রুট ওর বোলিং স্ট্র্যাটেজি বুঝে নিচ্ছিল।'' 

আরও পড়ুন-  ক্রিকেটে ফিরলেন 'নির্বাসিত' ওয়ার্নার, খোদ অস্ট্রেলিয়াতেই

রুট ছাড়া আর কোনও ব্রিটিশ ব্যাটসম্যান কুলদীপকে এতটা দক্ষতার সঙ্গে সামলাতে পারেননি। মত তেণ্ডুলকরের। একদিনের সিরিজ এখন অতীত। ভারতের সামন এবার কঠিন টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। আর সেখানে ইংল্যান্ডের উইকেট একটা বড় ফ্যাক্টর। শচীন বলছিলেন, ''উইকেট যদি পুরো গ্রিন টপ হয় তা হলে ইংল্যান্ডের পেসাররা অবশ্যই সুবিধা পাবে। তার উপর ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত্ বুমরার না থাকাটাও ভারতের বিপক্ষে যাবে। তবে উইকেটে একটুও শুষ্ক ভাব থাকলে ভারতীয় স্পিনারদের সামলানো মুশকিল হতে পারে। তবে অনেকে বলছে টেস্ট সিরিজে ভারতের পক্ষে বিরাটই সেরা বাজি। আমি এই যুক্তি মেনে নিতে রাজি নই। বিরাট একা কেন? গোটা দলকে ভাল পারফরম্যান্স করতে হবে।''

.