বিরাটকে রুখবেন কী করে, প্রকাশ্যে বলে ফেললেন স্টুয়ার্ট ব্রড

কোহলিকে আটকানোর গুরুদায়িত্ব এসে পড়েছে স্টুয়ার্ট ব্রডের উপর।

Updated By: Jul 21, 2018, 07:18 PM IST
বিরাটকে রুখবেন কী করে, প্রকাশ্যে বলে ফেললেন স্টুয়ার্ট ব্রড

নিজস্ব প্রতিনিধি : একদিনের সিরিজে তাদের কাছে ২-১ হেরেছে ভারত। ইংল্যান্ড শিবিরের প্রতিটা সদস্য তাই ভালভাবেই জানেন, টেস্ট সিরিজে পাল্টা কামড় দিতে মরিয়া হয়ে ঝাঁপাবে কোহলির দল। সেই মতো তারাও অস্ত্রসস্ত্র মজুত করতে শুরু করেছে। 

আরও পড়ুন-  ক্রিকেটে ফিরলেন 'নির্বাসিত' ওয়ার্নার, খোদ অস্ট্রেলিয়াতেই

২০১৬-১৭ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ৬৫৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেই সিরিজে একটি ডাবল সেঞ্চুরিও ছিল বিরাটের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ সিরিজ জিতেছিল ভারত। কিন্তু সেই সিরিজ ভারত খেলেছিল ঘরের মাঠে। এবার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ তাদের মাঠে। শেষবার ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল টেস্ট সিরিজ খেলেছে ২০১৪-য়। পাঁচ ম্যাচের সিরিজে বিরাট সর্বসাকুল্যে রান করেছিলেন ১৩৪। তবে চার বছর আগের সেই বিরাটের সঙ্গে এখনকার কোহলির অনেক তফাত। ইংল্যান্ড শিবিরও সে কথা স্বীকার করে নিচ্ছে।

আরও পড়ুন-  চোট নিয়ে লুকোচুরি, চরম শাস্তি পেলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর

কোহলিকে আটকানোর গুরুদায়িত্ব এসে পড়েছে স্টুয়ার্ট ব্রডের উপর। আর তিনি ইতিমধ্যেই ভারতীয় অধিনায়ককে রুখে দেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন বলে দাবি করলেন। প্রকাশ্যে কোহলির জন্য সাজিয়ে রাখা দাওয়াইয়ের কথা বলে ফেললেন ইংলিশ পেসার। ব্রড বলছিলেন, ''আমরা ২০১৪-র সেই সিরিজের ভিডিও ফুটেজ দেখে স্ট্র্যাটেজি সাজিয়েছি। তবে ব্যাটসম্যান হিসাবে বিরাট আগের থেকে অনেক পরিণত হয়েছে। তার পর ও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আমাদের বিরুদ্ধে প্রচুর রান করেছে। এটাই ওর ব্যাটিংয়ে উন্নতির প্রমাণ দেয়। আসলে অনেকেই আগে বলত, শুরু থেকে কোহলির প্যাড তাক করে বল করলে ও উইকেট দিয়ে যাবে। কিন্তু সেটা পুরনো পন্থা। শুরু থেকে কোহলির প্যাড লক্ষ্য করে বল করলে ওকে সেট হওযার জন্য সুযোগ দেওয়া হবে। অন্তত ২০টা বল খেলে দিতে পারলেই বিরাট সেট হয়ে যেতে পারে। আমি শুরু থেকে বিরাটকে এলবিডব্লিউ করার লক্ষ্য নেব না। কারণ উইকেটের ভেতরে আসা বল বেশ কয়েকটা খেলে দিতে পারলেই ও সেট হয়ে যাবে।''

.